৭০টি দেশের অংশগ্রহণে মালয়েশিয়ায় চলছে তেল ও গ্যাস শিল্প মেলা

৭০টি দেশের অংশগ্রহণে মালয়েশিয়ায় চলছে তিন দিন ব্যাপী তেল ও গ্যাস শিল্প মেলা। সবুজ ভবিষ্যৎ গড়ার সংলাপ ও বিনিয়োগের সুযোগকে এগিয়ে নিতে দক্ষিণ-পূর্ব এশিয়ার তেল, গ্যাস, জ্বালানি ও পেট্রোকেমিক্যাল খাতের শীর্ষস্থানীয় শিল্প ইভেন্ট ‘তেল ও গ্যাস এশিয়া ওজিএ-২০২৪’ এর ২০তম মেলা শুরু হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) এ মেলার উদ্বোধন করেন মালয়েশিয়ার অর্থমন্ত্রী ওয়াইবি তুয়ান মোহাম্মদ রাফিজি রামলি। ইনফরমা মার্কেটস আয়োজিত ‘পাওয়ার প্রগ্রেস টুওয়ার্ডস এ সাসটেইনেবল এনার্জি ল্যান্ডস্কেপ’ শীর্ষক এই মেলাটি কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে এ মেলা চলবে ২৭ সেপ্টেম্বর স্থানীয় সময় বিকেল ৫ টা পর্যন্ত।

ইনফরমা মার্কেটস মালয়েশিয়ার চেয়ারম্যান আবদুল রহমান মামাত বলেন, সাসটেইনেবিলিটি এখন সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অনেক দেশ এবং কোম্পানি এখনও তাদের শক্তি চাহিদা এবং নিরাপত্তা জন্য সেরা বিকল্প খুঁজছেন।

তিনি আরও বলেন, ওজিএ প্রদর্শনীতে তাদের সর্বশেষ সমাধানগুলোর সাথে অসংখ্য বাজার হোস্ট করতে পারে এবং পরিবর্তনের চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করার জন্য সরকারি-বেসরকারি খাতের পেশাজীবী, সিদ্ধান্ত গ্রহণকারী এবং শিল্প স্টেকহোল্ডারদের স্থানান্তর ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করার জন্য একটি বিশিষ্ট সমাবেশের প্ল্যাটফর্ম হিসাবে আতিথ্য করতে পেরে আনন্দিত।

এবারের মেলায় প্রায় ৭০টি দেশের ২৮ হাজারের বেশি অংশগ্রহণকারীদের আকৃষ্ট করার প্রত্যাশিত ওজিএ-২০২৪ উদ্ভাবনী প্রযুক্তির বিস্তৃত প্রদর্শনীর পাশাপাশি অতুলনীয় নেটওয়ার্কিংয়ের সুযোগ সরবরাহ করবে। তিন দিনের এই ইভেন্টে ডিকার্বনাইজেশনের পথে তীব্র আলোচনা শুরু করার জন্য সমকালীন কনফারেন্স ট্র্যাক এবং ফোরামগুলির একটি গতিশীল প্রোগ্রাম থাকবে।

প্রদর্শনী সংস্থাগুলোর মধ্যে এএইচএফ এনার্জি, সিআর ৩, এমারসন, এনভিরোস, এসেম, গোফোর্থ, প্যানটেক গ্রুপ, পিটিটিইপি, স্কোপেটেল, ভেলেস্টো, উইকা এবং আরও অনেক কিছু অন্তর্ভুক্ত থাকবে।

মাল্টিমিডিয়া ইউনিভার্সিটির কম্পিউটিং এন্ড ইনফরম্যাটিক্স ডিপার্টমেন্টের লেকচারার, মোঃ জুবাইর হাসান তারিফ, বলেন, ডিজিটাল টুইন, অ্যানালিটিক্স এবং রোবোটিক প্রসেস অটোমেশন (আরপিএ) বর্তমানে তেল ও গ্যাস শিল্পে জনপ্রিয় বিষয়, যা তথ্য প্রযুক্তি ব্যবহার করে দক্ষতা এবং অপারেশনাল পারফরম্যান্স বৃদ্ধি করছে। বিশেষ করে ডিজিটাল টুইনের মতো প্রযুক্তি,যেটা ফ্যাক্টরির সরঞ্জামের একটি ভার্চুয়াল মডেল হিসাবে কাজ করে, যা সময়মতো মনিটরিং এবং মেইন্টেনেন্স পূর্বাভাসের সুবিধা দেয়। উৎপাদন কর্মপ্রবাহকে অপ্টিমাইজ করে। এ ক্ষেত্রে এই প্রযুক্তির ব্যবহারে বাংলাদেশের বর্তমান তেল ও গ্যাস শিল্পকে আধুনিকায়নের বড় একটি সুযোগ আছে বলেও জানান হাসান তারিফ।

এই বছর উচ্চতর আগ্রহের মধ্যে এই অঞ্চলের ওজিএসই সংস্থাগুলোর অংশগ্রহণ, বিশ্বব্যাপী নাম এবং ইউরোপ ও এশিয়া থেকে দশটি আন্তর্জাতিক প্যাভিলিয়ন অন্তর্ভুক্ত রয়েছে। এই অঞ্চলের শক্তি ইকোসিস্টেম চালানোর ক্ষেত্রে ওজিএর প্রভাবকে স্পটলাইট করে এবং ব্যবসায় ও কৌশলগত অংশীদারিত্বকে অনুঘটক করবে।

মালয়েশিয়ান পেট্রোকেমিক্যালস অ্যাসোসিয়েশন (এমপিএ) এর সহায়তায় আয়োজিত এই ইভেন্টটি শক্তি মূল্য শৃঙ্খলজুড়ে বৃদ্ধির এবং উদ্ভাবনের প্রচার করবে। অজিএ ২০২৪-এ ২০০০টিরও বেশি কোম্পানির প্রদর্শনী চলছে, পাশাপাশি সম্মেলন এবং নেটওয়ার্কিং সেশন যা আসিয়ান অঞ্চলে অংশীদারিত্ব ও বিনিয়োগের সুযোগ সৃষ্টি করবে বলে আয়োজকদের প্রত্যাশা।

  • Related Posts

    নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের তাগিদ

    নারীর প্রতি বৈষম্য দূর করতে নারী বিষয়ক সংস্কার কমিশনের যেসব সুপারিশ এখনই বাস্তবায়নযোগ‍্য- তা দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন,…

    Continue reading
    কঙ্গোতে নৌ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪৮, নিখোঁজ শতাধিক

    কঙ্গো নদীতে ভয়াবহ নৌকা দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪৮ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন শতাধিক মানুষ। শুক্রবার (১৮ এপ্রিল) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। কর্মকর্তারা জানিয়েছেন, গত মঙ্গলবারের ওই…

    Continue reading

    নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের তাগিদ

    নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের তাগিদ

    কঙ্গোতে নৌ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪৮, নিখোঁজ শতাধিক

    কঙ্গোতে নৌ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪৮, নিখোঁজ শতাধিক

    কুমিল্লায় বাসচাপায় প্রাণ গেল পথচারীর

    কুমিল্লায় বাসচাপায় প্রাণ গেল পথচারীর

    শিরোপা লড়াইয়ে আরও পিছিয়ে রোনালদোর আল নাসর

    শিরোপা লড়াইয়ে আরও পিছিয়ে রোনালদোর আল নাসর

    দুই বাংলার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি আইসিইউতে

    দুই বাংলার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি আইসিইউতে

    মালয়েশিয়ায় অভিজাত রেস্তোরাঁয় অভিযান, ১০ বাংলাদেশিসহ আটক ৪৫ অভিবাসী

    মালয়েশিয়ায় অভিজাত রেস্তোরাঁয় অভিযান, ১০ বাংলাদেশিসহ আটক ৪৫ অভিবাসী

    রেললাইনে বাস, কয়েক সেকেন্ডের জন্য রক্ষা পেলেন অর্ধশতাধিক যাত্রী

    রেললাইনে বাস, কয়েক সেকেন্ডের জন্য রক্ষা পেলেন অর্ধশতাধিক যাত্রী

    গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ৭০ ফিলিস্তিনি

    গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ৭০ ফিলিস্তিনি

    দুপুরের মধ্যে যেসব জেলার ওপর ঝড়ের শঙ্কা

    দুপুরের মধ্যে যেসব জেলার ওপর ঝড়ের শঙ্কা

    ১৪ ওভারের ম্যাচে বেঙ্গালুরুকে হারিয়ে দুইয়ে উঠে এলো পাঞ্জাব

    ১৪ ওভারের ম্যাচে বেঙ্গালুরুকে হারিয়ে দুইয়ে উঠে এলো পাঞ্জাব