৩-১ ব্যবধানে এগিয়ে গিয়েও হারলো মিয়ামি

ম্যাচের পর ৬৪ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে এগিয়ে ছিল ইন্টার মিয়ামি। এরপরই যেন সবকিছু এলোমেলো হয়ে গেল। মাত্র ১৭ মিনিটের ব্যবধানে ৩ গোল হজম করে শেষ পর্যন্ত অবিশ্বাস্যভাবে হেরেই গেছে হ্যাভিয়ের মাচেরানোর দল। প্রত্যাবর্তনের গল্প লিখে মেজর লিগ সকারে (এমএলএস) মিয়ামিকে ৪-৩ গোলে হারিয়ে দিয়েছে এফসি ডালাস।

লিওনেল মেসি থাকলে হয়তো এমন বাজেভাবে হারতে হতো না মিয়ামিকে। অনেক ভক্তই এ কথায় সুর মেলাবেন। তাই মেসিকে বিশ্রামে সিদ্ধান্ত নিয়ে মিয়ামির ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করেছেন কোচ মাচেরানো। হারের দায়ও নিজের কাঁধে নিয়েছেন আর্জেন্টাইন কোচ।

এই হার ছিল এমএলএসে মায়ামির মৌসুমের প্রথম হার। অন্যদিকে ২৯ মার্চের পর প্রথম জয় তুলে নিলো ডালাস।

ম্যাচ শেষে মাচেরানো বলেন, এটা সহজ ছিল না। আমরা প্রথম গোল খাওয়ার পর ৬০-৬৫ মিনিট ভালো খেলেছি। কিন্তু আমি খেলাটা বুঝতে ভুল করেছি এবং ছেলেদের সাহায্য করতে পারিনি। যখন ৩-১ বা ৩-২ ছিল, আমি পরিবর্তনের সিদ্ধান্ত নিতে চেয়েছিলাম, তখন প্রতিপক্ষ পাঁচজনের রক্ষণ তৈরি করে ফেলে। আমি কিছু মুভমেন্ট করেছিলাম, যা কাজে আসেনি। বাস্তবতা মেনে নিতে হয়।

এই ম্যাচে মেসির মতো লুইস সুয়ারেজ, জর্দি আলবা ও সার্জিও বুসকেটসও খেলেননি।

তিন দিন আগে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের প্রথম লেগে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের কাছে ২-০ গোলে হেরে গিয়েছিল মিয়ামি। ওই ম্যাচ খেলার পর আজ বিশ্রামে থাকেন এ চার তারকা। দ্বিতীয় লেগ আগামী বুধবার মিয়ামির ঘরের মাঠে। মূলত এই ম্যাচে ভালোভাবে পারফর্ম করে যেন পিছিয়ে পড়া মিয়ামিকে টেনে তুলতে পারেন, সেজন্যই চারজনকে বিশ্রামে পাঠান মাচেরানো।

মাচেরানো বলেন, লিও (মেসি) ভালো আছে। ভ্যাঙ্কুভারে দীর্ঘ ভ্রমণ ও সিনথেটিক ঘাসের মাঠে খেলার পর আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম তাকে বিশ্রাম দেওয়ার। তবে সে আজ অনুশীলন করেছে এবং সে প্রস্তুত।

ভ্যাঙ্কুভারের বিপক্ষে খেলা একমাত্র খেলোয়াড় ম্যাক্সি ফ্যালকনকেই এই ম্যাচে প্রথম একাদশে রেখেছিল মায়ামি। গোলরক্ষক পজিশনেও পরিবর্তন আসে, অস্কার উস্তারির বদলে দ্বিতীয়বারের মতো মৌসুমে শুরু করেন ড্রেক ক্যালেন্ডার।

এফসি ডালাস তাদের আগের দুই ম্যাচে কোনো গোল করতে পারেনি। তবে এদিন শুরুর ৮ মিনিটেই শাক মুর গোল করে দলকে এগিয়ে দেন। এরপর মিয়ামির ফাফা পিকল্ট ১৬ মিনিটে রিবাউন্ড থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান।

ইকুয়েডরের ১৮ বছর বয়সী অ্যালেন ওবান্দো ২৯ মিনিটে এমএলএস ক্যারিয়ারে প্রথম গোল করে মিয়ামিকে ২-১ গোলে এগিয়ে দেন। ৫৬ মিনিটে হেক্টর মার্টিনেজ বাঁ পায়ে দুর্দান্ত শটে ব্যবধান ৩-১ করেন।

কিন্তু ৬৪ মিনিটে ওসাজে উরহোগাইডের গোলে ডালাস ব্যবধান কমায় এবং ৬৯ মিনিটে মার্টিন্সের লম্বা পাস থেকে আন্দারসন জুলিও গোল করে ম্যাচে ৩-৩ সমতা ফেরান। ৮১ মিনিটে মিয়ামির দর্শকদের স্তব্ধ করে দেন পেদ্রিনহো। এ গোলটিই ডালাসকে এনে দেয় অবিশ্বাস্য প্রত্যাবর্তনের জয়।

  • Related Posts

    তামিম-আবরারের রেকর্ড জুটি, শ্রীলঙ্কাকে উড়িয়ে প্রতিশোধ বাংলাদেশের

    বোলাররাই অর্ধেক দায়িত্ব সেরে রেখেছিলেন। এরপর ব্যাট হাতে রীতিমত দাপট দেখালো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শ্রীলঙ্কা যুবদলকে তাদের ঘরের মাঠ কলম্বোয় ৯ উইকেট আর ৯৩ বল হাতে রেখে হারালো বাংলাদেশ। ছয়…

    Continue reading
    ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ

    অভিনেতা ইরেশ যাকেরের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়েছে। জুলাই অভ্যুত্থান চলাকালে মিরপুরে মাহফুজ আলম শ্রাবণ হত্যার অভিযোগে এ মামলা করেছেন নিহত শ্রাবণের বড় ভাই মোস্তাফিজুর রহমান বাপ্পী। একই মামলায় তার…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    তামিম-আবরারের রেকর্ড জুটি, শ্রীলঙ্কাকে উড়িয়ে প্রতিশোধ বাংলাদেশের

    তামিম-আবরারের রেকর্ড জুটি, শ্রীলঙ্কাকে উড়িয়ে প্রতিশোধ বাংলাদেশের

    ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ

    ইরেশের বিরুদ্ধে মামলা হওয়ায় বাঁধনসহ তারকাদের প্রতিবাদ

    কুয়ালালামপুরে ‘বৈশাখী মেলা’

    কুয়ালালামপুরে ‘বৈশাখী মেলা’

    দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

    দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

    সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস

    সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস

    গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ নারীর মৃত্যু

    গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ নারীর মৃত্যু

    হাসিনাকে ‌‘চুপ’ রাখতে বলেন ড. ইউনূস, মোদী জানান পারবেন না

    হাসিনাকে ‌‘চুপ’ রাখতে বলেন ড. ইউনূস, মোদী জানান পারবেন না

    সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

    সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

    ৩-১ ব্যবধানে এগিয়ে গিয়েও হারলো মিয়ামি

    ৩-১ ব্যবধানে এগিয়ে গিয়েও হারলো মিয়ামি

    ‘মা পদক’ পাচ্ছেন ডলি জহুর

    ‘মা পদক’ পাচ্ছেন ডলি জহুর