
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ও নাগরিক ভাবনা শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ এপ্রিল) সভাটি অনুষ্ঠিত হয় অনলাইন প্ল্যাটফর্মে এবং এতে বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থানরত প্রবাসী বিএনপি নেতাকর্মীরা যোগ দেন।
সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, এই রাষ্ট্র কাঠামোকে জনবান্ধব, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক মূল্যবোধে গড়ে তুলতেই ৩১ দফার রূপরেখা ঘোষণা করা হয়েছে। এটি কোনো দলীয় স্বার্থ নয় বরং জাতীয় স্বার্থের ভিত্তিতে গৃহীত একটি যুগান্তকারী পরিকল্পনা।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট চিন্তাবিদ ও রাজনৈতিক বিশ্লেষক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল। তিনি বলেন, এই রূপরেখা শুধু রাজনৈতিক নয়, এটি একটি সমন্বিত রাষ্ট্র সংস্কার প্রস্তাবনা—যা জনগণের মৌলিক অধিকার, প্রশাসনিক জবাবদিহিতা, স্বচ্ছতা ও মানবিক শাসনের ভিত্তি স্থাপন করবে।
তিনি দফাগুলোর মধ্যে প্রশাসনিক সংস্কার, নির্বাচন কমিশনের স্বাধীনতা, দুর্নীতিবিরোধী ব্যবস্থা, বিচার বিভাগের স্বায়ত্তশাসন, এবং ডিজিটাল নিরাপত্তা আইনসহ মানবাধিকার লঙ্ঘনকারী আইন বাতিলের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
আলোচনায় অংশ নেন ইউরোপ, আমেরিকা, আফ্রিকা, অস্ট্রেলিয়া ও রাশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের শতাধিক বিএনপি নেতাকর্মী ও সমর্থক। তাদের অংশগ্রহণে সভাটি এক আন্তর্জাতিক মঞ্চে রূপ নেয়, যেখানে বিভিন্ন প্রবাসী শাখার নেতা তাদের অভিজ্ঞতা, মতামত ও ভবিষ্যৎ কর্মকৌশল শেয়ার করেন।
আলোচনা সভাটি অত্যন্ত সুচারুভাবে সঞ্চালনা ও পরিচালনা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকন।
আলোচনা সভায় অংশগ্রহণকারী যুক্তরাজ্যের লন্ডনে বসবাসরত বিএনপি নেতা রনি খান বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, বিএনপি ঘোষিত ‘৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কার পরিকল্পনা’ ভবিষ্যতে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও প্রগতিশীল বাংলাদেশের ভিত্তি নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।