১৭ বছর পর ব্রাজিলিয়ান কোনো ফুটবলার জিততে চলেছেন ব্যালন ডি’অর। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও, রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়র সম্মান জনক এই পুরস্কার জিততে চলেছেন তা প্রায় নিশ্চিত। আর তাই আগাম উদযাপন শুরু করে দিয়েছেন সমর্থকরাও। সোমবার (২৮ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে এবারের ব্যালন ডি’অরের আনুষ্ঠানিকতা।
ভিনিসিউসের ব্যালন ডি’র জয় অনেকটা পরীক্ষার আগে প্রশ্নপত্র ফাঁসের মতো ঘটনা। জুড বেলিংহ্যাম, রদ্রি, লউতারো মার্টিনেজের মতো প্রতিদ্বন্দ্বি থাকলেও ফুটবলের মর্যাদাপূর্ণ এই স্মারক যে রিয়াল উইঙ্গার জিততে চলেছেন তা অনেক আগেই জানাজানি হয়ে যায় আন্তর্জাতিক গণমাধ্যমগুলোয়।
ভিনির ব্যালন ডি’অর জয়ের পেছনে তার ক্লাব পারফরমেন্সকেই বড় করে দেখছেন সংশ্লিষ্টরা। রিয়াল মাদ্রিদের হয়ে গেলো মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন ব্রাজিলিয়ান তারকা। আছে লা লিগা শিরোপাও। তবে জাতীয় দলে মারাত্মক ব্যর্থতার পরিচয় দিয়েছেন তিনি। ক্লাব কম্পিটিশনে গেলো মৌসুমে ৩৯ ম্যাচে মাত্র ২৪ গোল করেই এই মর্যাদাপূর্ণ পুরস্কারের জন্য বিবেচিত হচ্ছেন তিনি।
এবারের ব্যালন ডি’অরের দৌড়ে ভিনিসিউসের একেবারে যোগ্য প্রতিদ্বন্দ্বি ছিলেন ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। স্পেনকে ইউরো চ্যাম্পিয়নশিপ জেতাতে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলো তার। হয়েছিলেন টুর্নামেন্ট সেরা ফুটবলারও। এছাড়াও ম্যানচেস্টার সিটির হয়ে জিতেছেন প্রিমিয়ার লিগ শিরোপা। তারপরও ব্যালন ডি’অর জয়ের দৌড়ে তাকে বিবেচনায় রাখা হচ্ছে না।
এদিকে জাতীয় দল এবং ক্লাবে গেলো মৌসুমে দুর্দান্ত ছিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড লউতারো মার্টিনেজ। আর্জেন্টিনার টানা দ্বিতীয় কোপা জয়ে তার ছিলো গুরুত্বপূর্ণ অবদান। এছাড়াও ইতালিয়ান সিরি আ’য় ইন্টার মিলানকে জিতিয়েছেন লিগ শিরোপা। তারপরও ব্যালন ডি’অরের জন্য বিবেচনায় থাকছেন না তিনি।
এদিকে, ভিনির ব্যালন ডি’অর জয়ের মধ্য দিয়ে ১৭ বছরের অপেক্ষা ঘুঁচতে চলেছে ব্রাজিলের। ২০০৭ সালে ব্রাজিলের হয়ে শেষবার ব্যালন ডি’অর জিতেছিলেন কাকা। তখন ইতালিয়ান ক্লাব এসি মিলানের হয়ে খেলতেন তিনি।