
এতদিন আন্তর্জাতিক ওয়ানডেতে দ্রুততম ফিফটির রেকর্ডের একক মালিক ছিলেন এবি ডি ভিলিয়ার্স। দক্ষিণ আফ্রিকার এই বিধ্বংসী তারকার রেকর্ডে আজ শুক্রবার ভাগ বসালেন ওয়েস্ট ইন্ডিজের ম্যাথিউ ফোর্ড।
ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে ভিলিয়ার্সের মতো ফোর্ডও মাত্র ১৬ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেছেন। অর্থাৎ ওয়ানডেতে দ্রুততম ফিফটির এখন যৌথভাবে ফোর্ড ও ভিলিয়ার্সের।
আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে এই রেকর্ড করেন ফোর্ড। আগে ব্যাট করা ওয়েস্ট ইন্ডিজের লাইনআপের আট নম্বরে নেমে ঝোড়ো ব্যাটিংয়ে রেকর্ড গড়ার পর ১৬ বলে ৫৮ রানে (২ চার ৮ ছক্কা) থামেন তিনি।
এর আগে ২০১৫ সালে জোহানেসবার্গে এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই ১৬ বলে অর্ধশতরান করেছিলেন ভিলিয়ার্স। সেই রেকর্ডই এদিন স্পর্শ করেন ফোর্ড।
ওয়ানডেতে ১৭ বলে হাফসেঞ্চুরি করার রেকর্ড আছে চারজনের। শ্রীলঙ্কার সনাৎ জয়সুরিয়া ১৯৯৬ সালে পাকিস্তানের বিপক্ষে ১৭ বলে অর্ধশতরান করেছিলেন। শ্রীলঙ্কার আরেক ব্যাটার কুশল পেরেরা এই মাইলস্টোন ছুঁয়েছিলেন ২০১৫ সালে সেই পাকিস্তানের বিপক্ষেই। নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল ২০১৫ সালে শ্রীলঙ্কার বিপক্ষে এবং ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোনও একই বছরে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ১৭ বলে হাফলসেঞ্চুরি করেছিলেন।
এদিন টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ৩৫২ রান করে ওয়েস্ট ইন্ডিজ। ফোর্ড ছাড়াও ক্যারিবিয়ানদের হয়ে কেসি কার্টি সেঞ্চুরি হাঁকান। তিনে নেমে ১০৯ বলে ১০২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। ১ ছক্কা ও ১৩ চারে ইনিংস সাজান কার্টি। অধিনায়ক শাই হোপ করেন ৪৯ রান। ৪৪ রান করেন জাস্টিন গ্রেভস।
এদিকে ম্যাচের দ্বিতীয় ইনিংস শুরুর আগেই বৃষ্টি শুরু হয় ডাবলিনে। এই ম্যাচ জিতলে সিরিজে ১-১ সমতা ফেরাতে পারবে সফরকারীরা। শেষ পর্যন্ত উইন্ডিজের সমতা ফেরানোর আশায় জল ঢেলে দেবে কিনা বৃষ্টি, সেটিই দেখার অপেক্ষা।