দীর্ঘ ১৫ বছর পর ডেনমার্কে বসবাসরত বাংলাদেশিদের সংগঠন ‘বাংলাদেশ এসোসিয়েশন অফ ডেনমার্কʼ- এর নির্বাচন সংগঠিত হলো। এতে সভাপতি হয়েছেন ওমর ফারুক এবং সাধারণ সম্পাদক জালাল উদ্দিন সুমন তালুকদার।
১৯৮৬ সালে প্রতিষ্ঠিত হয় ‘বাংলাদেশ এসোসিয়েশন অফ ডেনমার্কʼ। ২০০৯ সালে প্রথম নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করা হয়। এবছর আবার নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হলো।
সংগঠনটি ডেনমার্কে বাংলাদেশিদের স্বার্থ রক্ষায় বিভিন্ন কাজ করে থাকে। দেশটিতে আসা নতুন বাংলাদেশিদের তথ্য প্রদানের মাধ্যমে করণীয় দিক নির্দেশনাও দিয়ে থাকে। এছাড়া বাংলাদেশের জাতীয় দিবসসমূহ পালনের মাধ্যমে পরবর্তী প্রজন্মের মধ্যে এর তাৎপর্য তুলে ধরে।
সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান পালনসহ বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরতেও নানা আয়োজন করে থাকে ‘বাংলাদেশ এসোসিয়েশন অফ ডেনমার্কʼ।
নির্বাচিত নতুন নেতৃত্ব বলেন, দেশটিতে প্রায় ৭ হাজার ৫০০ বাংলাদেশি বসবাস করছেন। যাদের একত্র করাই হবে মূল কাজ, পাশাপাশি নতুন প্রজন্মকে দেশের ঐতিহ্য, ইতিহাস, সংস্কৃতি সম্পর্কে ধারণা দেয়া। এছাড়া বাংলাদেশি শিশু-কিশোরদের মধ্যে বাংলা ভাষা লিখা ও পড়ার চর্চার জন্য সুযোগ তৈরি করে সংগঠনটি।