
দলটিতে মারকুটে ব্যাটারের অভাব নেই। একজনও যদি দাঁড়িয়ে যেতে পারে, প্রতিপক্ষ বোলারদের খবর আছে। এমন দল সানরাইজার্স হায়দরাবাদই এবারের আইপিএলে একের পর এক ম্যাচ হেরে চলেছে। এ নিয়ে ৬ ম্যাচ হারলো প্যাট কামিন্সের দল।
বুধবার রাতে সানরাইজার্স হায়দরাবাদকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বর স্থানে উঠে এলো মুম্বাই ইন্ডিয়ান্স। প্রথমে ব্যাট করে হায়দরাবাদ সংগ্রহ করে ৮ উইকেট হারিয়ে ১৪৩ রান। জবাব দিতে নেমে ১৫.৪ ওভারে (২৬ বল হাতে রেখে) ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় হায়দরাবাদ।
এই ম্যাচ জয়ের পলে ৯ ম্যাচ শেষে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বর স্থানে উঠে এসেছে মুম্বাই ইন্ডিয়ান্স। গুজরাট টাইটান্স ও দিল্লি ক্যাপিটালস ৮ ম্যাচে ১২ পয়েন্ট করে নিয়ে যথাক্রমে রয়েছে প্রথম ও দ্বিতীয় স্থানে।
হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে মুম্বাইয়ের বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি হায়দরাবাদের ব্যাটাররা। শুধুমাত্র একা হেনরিক ক্লাসেন ঝড় তুলেছিলেন। ৪৪ বলে তিনি ৭১ রানে অপরাজিত থাকেন। ৩৭ বলে ৪৩ রান করেন অভিনব মনোহর। অনিকেত ভার্মা করেন ১২ রান। আর দুই অংকের ঘরও স্পর্শ করতে পারেননি।
মুম্বাইয়ের বোলার ট্রেন্ট বোল্ট ২৬ রানে ৪ উইকেট এবং দিপক চাহার নেন ১২ রানে ২ উইকেট।
জবাব দিতে নেমে, ব্যাট হাতে ঝড় তোলেন রোহিত শর্মা। টানা দ্বিতীয় ম্যাচে ৭০ প্লাস রানের ইনিংস খেললেন তিনি। আগের ম্যাচে খেলেছিলেন ৭৬ রানের ইনিংস। এ ম্যাচে খেললেন ৭০ রানের ইনিংস। বল খেলেছেন ৪৬টি। ৮ বাউন্ডারির সঙ্গে মারেন ৩টি ছক্কার মার।
সূর্যকুমার যাদব ১৯ বলে অপরাজিত থাকেন ৪০ রান করে। ২২ রান করেন উইল জ্যাকস।