
প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণের পর হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ভারতের অস্কারজয়ী সংগীতশিল্পী এ আর রহমান।
সংবাদমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন এ আর রহমানের ছেলে এ আর আমিন। গায়কের বর্তমান শারীরিক অবস্থা প্রসঙ্গে ছেলে বলেন, চেন্নাইয়ের হাসপাতাল থেকে বাড়িতে আনা হয়েছে বাবাকে। তিনি এখন ভালো আছেন।
রোববার (১৬ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে হঠাৎ ঘাড় ও বুকে ব্যথা শুরু হলে দ্রুত চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় গায়ককে।
সেখানে এনজিওগ্রামসহ প্রয়োজনীয় সব প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করে শিল্পীকে নিবিড় পর্যবেক্ষণে রাখেন চিকিৎসকরা।
সদ্য সংগীত সফর শেষে বিদেশ থেকে বাড়ি ফেরেন এ আর রহমান। রমজান মাস হওয়ায় রোজা ছিলেন। এ অবস্থায় দীর্ঘ ভ্রমণ ও রোজা রাখার কারণে পানিশূন্যতার কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন শিল্পী।
বর্তমানে একাই জীবন যাপন করছেন এ আর রহমান। গত বছর হঠাৎই স্ত্রী সায়রা বানুর সঙ্গে দীর্ঘ ২৯ বছরের দাম্পত্যে ইতি টানেন তিনি। তবে অসুস্থ গায়ককে দেখভাল করতে এ মুহূর্তে পাশে রয়েছে তার পরিবার।