আইসিসির হুঁশিয়ারির পর পিছু হটেছে ভারত। বৈশ্বিক টুর্নামেন্টে স্বাগতিক দেশের নাম জার্সিতে রাখার যে রীতি, তা মেনে চলার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই।
বিসিসিআইয়ের সচিব দেবজিত সাইকিয়া ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) বলেছেন, ‘আমরা আইসিসির প্রতিটি নিয়ম মেনে চলব। লোগো এবং ড্রেস কোড নিয়ে যা নিয়ম রয়েছে, সেটি আমরা যথাযথভাবে অনুসরণ করব।’
বৈশ্বিক টুর্নামেন্টে আইসিসির ড্রেস কোডের অংশ হিসেবে প্রতিটি দেশের জার্সিতে প্রতিযোগিতার লোগো রাখতে হবে। সেই লোগোর অংশ হিসেবে থাকে স্বাগতিক দেশের নাম এবং প্রতিযোগিতার সন।
কিন্তু ভারতের জার্সিতে ‘পাকিস্তান’ শব্দটি রাখতে বিসিসিআইয়ের আপত্তি রয়েছে বলে জানায় দেশটির সংবাদমাধ্যম। যদিও এ বিষয়ে বিসিসিআইয়ের পক্ষ থেকে তখন কিছু বলা হয়নি।
এই খবর ছড়িয়ে পড়তেই পাকিস্তানে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। পিসিবির পক্ষ থেকে বলা হয়, তারা এ বিষয়ে আইসিসির কঠোর পদক্ষেপ আশা করছে।
এরপরই আইসিসির এক সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের জিও নিউজ জানায়, টুর্নামেন্টের ড্রেস কোডের ব্যাপারে আইসিসির সিদ্ধান্ত শিরোধার্য। এটা না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে।
প্রসঙ্গত, এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যেতে আপত্তি জানায় ভারত। দীর্ঘ অচলাবস্থার পর শেষে হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে সম্মত হয় সব পক্ষ। যার অর্থ, টুর্নামেন্টে নিজেদের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যু আরব আমিরাতে খেলবে ভারত।
আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফি।