
চিত্রা এক্সপ্রেস ট্রেন হার্ডিঞ্জ ব্রিজ অতিক্রম করার সময় নিচে পড়ে অজ্ঞাতনামা এক মধ্যবয়সি নারীর প্রাণহানির ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুর ১টা ৫ মিনিটের দিকে হার্ডিঞ্জ ব্রিজের পাকশী প্রান্তে এ ঘটনা ঘটে।
হার্ডিঞ্জ ব্রিজের নিচের দোকানদাররা জানান, খুলনা থেকে ঢাকাগামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস দুপুর ১টা ৫ মিনিটের দিকে হার্ডিঞ্জ ব্রিজ অতিক্রম করে ঈশ্বরদী যাওয়ার পথে ওই নারী নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। অজ্ঞাতনামা ওই নারীর পরনের কাপড় দেখে ভিখারি মনে হয়েছে বলে তারা জানিয়েছেন।
ঈশ্বরদীর লক্ষ্মীকুণ্ডা নৌ-পুলিশের ওসি এমরান মাহমুদ তুহিন জানান, লোকমুখে শুনেছি ওই নারী অপ্রকৃতিস্থ এবং বোতল কুড়িয়ে ওই এলাকাতেই ঘুরে বেড়াতেন। এখন পর্যন্ত তার কোনো পরিচয় পাওয়া যায়নি। তিনি লুকিয়ে হয়ত হার্ডিঞ্জ ব্রিজে উঠে পড়েন। এ সময় চিত্রা এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা খেয়ে নিচে পড়ে মারা যান। ট্রেন থেকে পড়ে যাওয়ার ঘটনা ঠিক নয় বলে তার ধারণা।
তিনি জানান, লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে।