হায়দরাবাদের চারমিনারের কাছে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৭

ভারতের হায়দরাবাদে আইকনিক চারমিনারের কাছে একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। এতে ৮ শিশু এবং পাঁচ নারীসহ কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। কীভাবে আগুনের সূত্রপাত তা জানা যায়নি। তবে শর্ট সার্কিট থেকে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর এনডিটিভি, হিন্দুস্তান টাইমস।

দমকল বাহিনীর এক কর্মকর্তা বলেন, তারা রোববার (১৮ মে) স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সকাল সাড়ে ৬টার দিকে চারমিনারের কাছে ঐতিহাসিক গুলজার হাউজের একটি বহুতল ভবনে আগুন লাগে। গুলজার হাউজের নিচে একটি গয়নার দোকান ছিল। সেখানে প্রথমে আগুন লাগে।

মুহূর্তের মধ্যে দোকানের ওপরে থাকা বহুতল ভবনে আগুন ছড়িয়ে পড়ে। আতঙ্কে চারদিকে ছোটাছুটি করতে থাকেন বাসিন্দারা। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ১১টি ইঞ্জিন। কয়েক ঘণ্টার চেষ্টায় দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

ঘিঞ্জি এলাকা হওয়ায় দমকলের আগুন নেভাতে ও উদ্ধারকাজে বেশ বেগ পেতে হয়েছে। এ ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি জানিয়েছেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার গুলজার হাউজ এলাকায় তাদের দোকানের ওপরই বাস করতেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন।

তিনি বলেন, পুলিশ, পৌরসভা, দমকল এবং বিদ্যুৎ বিভাগকে আরও শক্তিশালী হতে হবে। কারণ সে সময়ে ঘটনাস্থলে উপস্থিত হওয়া দমকল কর্মীদের কাছে প্রাথমিকভাবে উপযুক্ত সরঞ্জাম ছিল না। আগামী দিনে আরও উন্নত প্রযুক্তি আনা উচিত। আমি কেন্দ্রীয় সরকার এবং প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবো এবং এ ঘটনায় নিহতদের পরিবারের জন্য আর্থিক সহায়তা পাওয়ার চেষ্টা করবো।

অন্যদিকে তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী রেভন্ত রেডিও এ ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন। তিনি প্রশাসনিক কর্মকর্তাদের ত্রাণ প্রদানের নির্দেশ দিয়েছেন এবং আহতদের চিকিৎসা নিশ্চিত করতে বলেছেন। অগ্নিকাণ্ডের পর প্রায় ২০ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

জানা গেছে, যেখানে আগুন লেগেছে সেখানে সারি সারি গয়নার দোকান রয়েছে এবং এটি ঐতিহাসিক চারমিনারের খুব কাছেই অবস্থিত। এই ঘটনায় দ্রুত সাড়া দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যালয় জানিয়েছে, অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রী গভীরভাবে মর্মাহত। যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের সমবেদনা জানিয়েছেন তিনি। নিহতদের প্রত্যেকের নিকটাত্মীয়কে প্রধানমন্ত্রীর জাতীয় তহবিল থেকে ২ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে এবং আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানানো হয়।

  • Related Posts

    ‘নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে জুনের পর নয়’

     জাতীয় নির্বাচন চলতি বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১৫ মে) দি ইকোনমিস্টে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।…

    Continue reading
    দুই ঘণ্টার চেষ্টায় নিভলো মিরপুরের বস্তির আগুন

    রাজধানীর মিরপুর ১৩ নম্বরে শ্যামল পল্লী বস্তিতে লাগা আগুন দুই ঘণ্টার চেষ্টায় নেভানো সম্ভব হয়েছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নেভাতে কাজ করেছে। শনিবার (১৮ মে) রাত ১০টা ২৫ মিনিট…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    ‘নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে জুনের পর নয়’

    ‘নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে জুনের পর নয়’

    দুই ঘণ্টার চেষ্টায় নিভলো মিরপুরের বস্তির আগুন

    দুই ঘণ্টার চেষ্টায় নিভলো মিরপুরের বস্তির আগুন

    মিরপুরে শ্যামল পল্লী বস্তিতে আগুন

    মিরপুরে শ্যামল পল্লী বস্তিতে আগুন

    ব্রুকলিন ব্রিজে জাহাজের ধাক্কায় নিহত ২, আহত ১৯

    ব্রুকলিন ব্রিজে জাহাজের ধাক্কায় নিহত ২, আহত ১৯

    বাস খাদে পড়ে আহত ৩৫ সাংবাদিক

    বাস খাদে পড়ে আহত ৩৫ সাংবাদিক

    টাইব্রেকারে হেরে বাংলাদেশের যুবাদের কান্না

    টাইব্রেকারে হেরে বাংলাদেশের যুবাদের কান্না

    আইনি জটিলতায় মিঠুন চক্রবর্তী

    আইনি জটিলতায় মিঠুন চক্রবর্তী

    পর্তুগালে ভোট আজ, প্রচারণায় এগিয়ে সোশ্যালিস্ট পার্টি

    পর্তুগালে ভোট আজ, প্রচারণায় এগিয়ে সোশ্যালিস্ট পার্টি

    শাহবাগ ছাড়ল ছাত্রদল, দাবি আদায়ে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

    শাহবাগ ছাড়ল ছাত্রদল, দাবি আদায়ে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

    ৩ বিভাগে অতি ভারি বর্ষণের সতর্কবার্তা

    ৩ বিভাগে অতি ভারি বর্ষণের সতর্কবার্তা