বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কয়েকজন আওয়ামী লীগ নেতা ও দলটির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত শিল্পীদের কথোপকথনের কয়েকটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
‘আলো আসবেই’ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে এসব নেতা ও শিল্পী আন্দোলনের বিরুদ্ধে সরব ছিলেন। গতকাল মঙ্গলবার দুপুরে গ্রুপের কয়েকটি স্ক্রিনশট প্রকাশ্যে আসার পর সমালোচনার ঝড় ওঠে।
এর পরিপ্রেক্ষিতে ঘটনাটি নিয়ে সোচ্চান হন বিনোদন–দুনিয়ার তারকারা। গতকাল বিষয়টি নিয়ে নিজের ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন নির্মাতা আশফাক নিপুন।
‘মহানগর’ নির্মাতা লিখেছেন, ‘“আলো আসবেই” গ্রুপে আমার যত সহকর্মী ছিলেন, সবাইকে বলতে চাই এখনো সময় আছে “আলোতে আসেন”। খুনি–শাসক না, জনগণই সকল আলোর উৎস। আপনাদের শুভবুদ্ধির উদয় হোক।’
সঙ্গে নিজের স্ট্যাটাসের শেষে নিপুন আরও লিখেছেন, ‘এটারও স্ক্রিনশট নিয়েও ছড়িয়ে দেন যদি এখনো আপনাদের কোনো গোপন গ্রুপ থাকে।’
তাঁর পোস্টে আজ দুপুর পর পর্যন্ত ১ হাজার ৮০০–এর বেশি প্রতিক্রিয়া এসেছে, মন্তব্য পড়েছে ২৮৬টি।