
সুনামগঞ্জর দিরাইয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন গুলিবিদ্ধসহ ৩০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কুলঞ্জ ইউনিয়নের রাড়ইল গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন- মুহিবুর রহমান চৌধুরী (২৫), আঞ্জু চৌধুরী (২৩), সোহেল চৌধুরী (২৫), জুয়েল চৌধুরী (৪০), আকমল চৌধুরী (৬২), কনর চৌধুরী (৫৫), শুভ চৌধুরী (২৭), ইসলাম উদ্দিন চৌধুরী (৬৫), জাবেদ চৌধুরী (২৫), তাসিম চৌধুরী (২৮)। তাদের সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দিরাইয়ের রাড়ইল গ্রামের আনু মিয়া চৌধুরী ও নানু মিয়া চৌধুরীর সঙ্গে একই গ্রামের জসীম উদ্দিন চৌধুরী ও সুমন চৌধুরীর আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে চলছিল। যার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকালে আনু চৌধুরীর করা একটি মামলার তদন্তে রাড়ইল গ্রামে যায় দিরাই থানা পুলিশ। তদন্ত শেষ করে পুলিশ গ্রাম থেকে চলে যাওয়ার পরই সকাল থেকে দুই পক্ষের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়। যা সন্ধ্যায় রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়।
এতে দুই পক্ষের ১০ জন গুলিবিদ্ধসহ ৩০ জন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক প্রশান্ত দাস বলেন, দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ অবস্থায় ১০ জন হাসপাতালে এলে তাদের সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষে সংঘর্ষের ঘটনা ঘটেছে। অনেকেই গুলিবিদ্ধ হয়েছেন। তবে আমরা অস্ত্র উদ্ধার ও আসামিদের ধরতে অভিযান চালাচ্ছি।