সপ্তাহের ব্যবধানে আবারও ব্রাইটনের কাছে হার চেলসির

গেল ৮ ফেব্রুয়ারি ইংলিশ এফএ কাপের চতুর্থ রাউন্ডে ব্রাইটনের কাছে ২-১ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছিল চেলসি। এক সপ্তাহ পর আবারও সেই ব্রাইটনের হারলো এনজো মারেস্কার দল। এবার দুই দল মুখোমুখি হয় ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে।

শুক্রবার রাতে নিজেদের ঘরের মাঠ আমেরিকান এক্সপ্রেস স্টেডিয়ামে ৩-০ গোলে চেলসিকে হারিয়েছে ব্রাইটন। কাওরু মিতোমার চমকপ্রদ গোল এবং ইয়ানকুবা মিন্তেহর জোড়া গোলে এই জয় পায় স্বাগতিকরা।

আক্রমণভাগের দুই খেলোয়াড় নিকোলাস জ্যাকসন ও মার্ক গুইউ চোটের কারণে বাইরে থাকায় বলের দখল ধরে রাখলেও অন টার্গেটে একটি শটও নিতে পারেনি চেলসি। হতাশাজনক হারে ৪৩ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে রয়েছে মারেস্কার দল। অন্যদিকে ব্রাইটন ৩৭ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে উঠে এসেছে।

জাপানি উইঙ্গার মিতোমা প্রথমার্ধের মাঝামাঝিতে অসাধারণ এক মুহূর্ত তৈরি করে ব্রাইটনের গোলের খাতা খুলেন। গোলরক্ষক বার্ট ভারব্রুগেনের লম্বা পাসের বল নিখুঁতভাবে নিয়ন্ত্রণে নিয়ে ত্রেভো চালোবাহকে কাটিয়ে দূর থেকে চমৎকার শটে গোল করেন তিনি।

চেলসির গোল পাওয়ার সবচেয়ে কাছাকাছি মুহূর্তটি আসে ৩৫ মিনিটে। অধিনায়ক এনজো ফার্নান্দেজ হেডে বল জালেও জড়ান। কিন্তু ব্রাইটনের ডিফেন্ডার জোয়েল ভেল্টমানকে ধাক্কা দেওয়ার কারণে গোলটি বাতিল হয়।

এর ৩ মিনিট পরেই চেলসি আরও পিছিয়ে পড়ে। ড্যানি ওয়েলবিকের অ্যাসিস্টে গোলটি করেন ইয়ানকুবা মিন্তেহ। এতে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ব্রাইটন।

৬৩ মিনিটে মিন্তেহ তার দ্বিতীয় গোল করেন। পোস্টের কাছ থেকে জোরালো শটে স্কোরলাইন ৩-০ করেন।

৭৩ মিনিটে মিতোমার দ্বিতীয় গোল করার সুযোগ ছিল। কিন্তু তার শট সরাসরি গোলরক্ষকের হাতে চলে যায়। ৮৫ মিনিটে ইয়াসিন আয়ারির পাস থেকে জোয়েল ভেল্টমানের শট পোস্টে লেগে ফিরে আসে। আর গোল না হওয়ায় শেষ পর্যন্ত ৩-০ ব্যবধানে জিতেই মাঠ ছাড়ে চেলসি।

৯ নভেম্বর ম্যানচেস্টার সিটিকে ২-১ গোলে হারানোর পর ঘরের মাঠে এটি ব্রাইটনের প্রথম প্রিমিয়ার লিগ জয়।

ব্রাইটনের স্ট্রাইকার ড্যানি ওয়েলবিক মিতোমার অসাধারণ পারফরম্যান্সের প্রশংসা করে বলেন, ‘আমার কাছে মনে হয়েছে যেন ধীরগতিতে ঘটছে। তার প্রথম স্পর্শ অসাধারণ, বল নিয়ন্ত্রণের ক্ষমতা অবিশ্বাস্য। কী দারুণ এক গোল।’

এই ম্যাচে ক্লিন শিট রাখতে পেরে আনন্দিত ব্রাইটনের গোলরক্ষক বার্ট ভারব্রুগেন মিতোতাকে নিয়ে বলেন, ‘আমরা অনুশীলনে এটা করে থাকি এবং আমি আগেই জায়গা দেখতে পেয়েছিলাম। তার স্পর্শ ছিল অবিশ্বাস্য এবং ফিনিশিং খুব ভালো … আমাদের প্রতিক্রিয়া দেখানো দরকার ছিল এবং ছেলেরা সেটা করতে পেরেছে।’

  • Related Posts

    কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেড, যান চলাচল বন্ধ

    খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ভিসি মুহাম্মাদ মাছুদের পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেড কর্মসূচি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েটসহ আশপাশের কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে তারা…

    Continue reading
    কাশ্মীরে পর্যটকদের ওপর বন্দুক হামলা, নিহত বেড়ে ২৬

    ভারতশাসিত কাশ্মীরে পর্যটকদের ওপর বন্দুক হামলার ঘটনায় নিহত বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অনেকে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। যদিও একজন সিনিয়র পুলিশের বরাত দিয়ে…

    Continue reading

    কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেড, যান চলাচল বন্ধ

    কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেড, যান চলাচল বন্ধ

    কাশ্মীরে পর্যটকদের ওপর বন্দুক হামলা, নিহত বেড়ে ২৬

    কাশ্মীরে পর্যটকদের ওপর বন্দুক হামলা, নিহত বেড়ে ২৬

    কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের ২০২৫-২৬ কমিটি গঠন

    কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের ২০২৫-২৬ কমিটি গঠন

    তৃতীয় দিন শেষে ঘুরে দাঁড়িয়ে ১১২ রানের লিড বাংলাদেশের, শান্ত-জাকেরের ব্যাটে ভরসা

    তৃতীয় দিন শেষে ঘুরে দাঁড়িয়ে ১১২ রানের লিড বাংলাদেশের, শান্ত-জাকেরের ব্যাটে ভরসা

    ভালো আয় করছে ‘কেসারি চ্যাপ্টার ২’

    ভালো আয় করছে ‘কেসারি চ্যাপ্টার ২’

    মালদ্বীপেও বাংলার ঐতিহ্যের বার্তা

    মালদ্বীপেও বাংলার ঐতিহ্যের বার্তা

    ৪ ঘণ্টা পর থামলো ঢাকা কলেজ ও সিটি কলেজের সংঘর্ষ

    ৪ ঘণ্টা পর থামলো ঢাকা কলেজ ও সিটি কলেজের সংঘর্ষ

    ট্রাম্পের নীতির প্রভাব যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ধস,ডলারের দাম ৩ বছরে সর্বনিম্ন

    ট্রাম্পের নীতির প্রভাব যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ধস,ডলারের দাম ৩ বছরে সর্বনিম্ন

    কুমিল্লায় কাভার্ড ভ্যানচাপায় যুবক নিহত, উত্তেজনা ছড়ায় এলাকাজুড়ে

    কুমিল্লায় কাভার্ড ভ্যানচাপায় যুবক নিহত, উত্তেজনা ছড়ায় এলাকাজুড়ে

    ১৩ মিনিটেই গোল পাল্টা গোল

    ১৩ মিনিটেই গোল পাল্টা গোল