পাকিস্তানি ক্রিকেটাররা সাম্প্রতিক ম্যাচগুলোতে শক্তিশালী পারফরম্যান্সের কারণে আইসিসি র্যাংকিংয়ে উল্লেখযোগ্য উন্নতি করেছেন।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তানের ৩-০ সিরিজ জয়ে প্লেয়ার অফ দ্য সিরিজ নির্বাচিত হওয়া সাইম আয়ুব দুটি সেঞ্চুরি করে তার দক্ষতার প্রমাণ দিয়েছেন। পেয়েছেন পুরস্কারও। ৫৭ ধাপ এগিয়ে ২৩তম স্থানে অবস্থান নিয়েছেন উদীয়মান এই তারকা ওপেনার।
অন্যদিকে ৭৯৫ পয়েন্ট নিয়ে ওয়ানডে ব্যাটারদের তালিকায় যথারীতি শীর্ষে বাবর আজম। আর ৬১২ পয়েন্ট নিয়ে ২১তম স্থানে উঠে এসেছেন পাকিস্তানের বর্তমান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। পিছিয়ে থাকননি সহ-অধিনায়ক সালমান আলী আগাও। ২৮ ধাপ উন্নতি করে ৮০তম স্থানে পৌঁছেছেন।
তবে বাজে ফর্মের কারণে ২১ ধাপ পিছিয়ে ৯৮তম স্থানে নেমে গেছেন আব্দুল্লাহ শফিক। সদ্য শেষ হওয়া সিরিজে তিনটি ‘ডাক’ মারেন এই ওপেনার।
এদিকে ফখর জামান এবং ইমাম-উল-হক এক ধাপ করে পিছিয়ে যথাক্রমে ১৭তম এবং ১৯তম স্থানে রয়েছেন।
অন্যদিকে ওয়ানডে সেরা ব্যাটসম্যান বাবর আজমের পরেই অবস্থান নিয়েছেন ভারতের রোহিত শর্মা এবং শুভমন গিল।
এদিকে বোলারদের র্যাংকিংয়ে তৃতীয় স্থানে নেমে গেছেন পেসার শাহিন আফ্রিদি। শীর্ষস্থানে রয়েছেন আফগান লেগ স্পিনার রশিদ খান। আর দ্বিতীয় স্থানে ভারতের বাঁহাতি স্পিনার কুলদীপ যাদব।
পাকিস্তাতিনি পেসার হারিস রউফ তেমন ভালো না করায় নেমে গেছেন ১৬তম স্থানে। তবে ১০ ধাপ এগিয়ে ৫১তম স্থানে পৌঁছেছেন নাসিম শাহ।
এদিকে টি-টোয়েন্টি র্যাংকিংয়ে ব্যাটারদের মধ্যে বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান যথাক্রমে ষষ্ঠ এবং অষ্টম স্থানে রয়েছেন। সাইম আয়ুব উঠেছেন ৫৭তম স্থানে। ফখর জামান এবং ইফতিখার আহমেদও সামান্য উন্নতি করেছেন।
তবে বোলারদের মধ্যে, শাহিন আফ্রিদি ২৩তম স্থানে এবং হারিস রউফ ২৮তম স্থানে নেমে গেছেন।
টেস্ট র্যাংকিংয়ে ব্যাটসম্যানদের মধ্যে, বাবর আজম ১৫তম স্থানে উঠেছেন। সালমান আলী আগা এবং মোহাম্মদ রিজওয়ান যথাক্রমে ১৮তম এবং ১৯তম স্থানে উন্নতি করেছেন। তবে ইমাম-উল-হক এবং আব্দুল্লাহ শফিক পিছিয়ে পড়েছেন।
বোলারদের মধ্যে নোমান আলী নবম স্থানে উঠে টপ টেনে প্রবেশ করেছেন। শাহিন আফ্রিদি ১৮তম এবং নাসিম শাহ ৪১তম স্থানে রয়েছেন।