শাহরুখের ‘পাঠান ২’ সিনেমার চিত্রনাট্য প্রস্তুত, শুটিং কবে

বলিউড বাদশা শাহরুখ খানের ক্যারিয়ারে টানা ফ্লপ সিনেমার পর স্বরূপে ফিরিয়ে দিয়েছিল ‘পাঠান’। রূপালি পর্দায় কিং খানের কণ্ঠে ‘জিন্দা হ্যায়’ শুনে উচ্ছ্বাসে ফেটে পড়েছিল অন্ধকার প্রেক্ষাগৃহ। সেই থেকেই শুরু হয়েছে অপেক্ষার প্রহর গোনা, কবে আসছে বলিউডের এ সুপার স্টারেরর ‘পাঠান ২’?

সব প্রতীক্ষার প্রহর শেষে জানা গেছে, চিত্রনাট্যের ‘ফাইনাল’ খসড়া তৈরি করে ফেলেছেন আদিত্য চোপড়া। আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের শুরুতেই সিনেমাটি শুটিং শুরু হওয়ার কথা। ভারতীয় একটি বিনোদন ওয়েবসাইটের সূত্রে এমনটাই জানা যাচ্ছে।

সূত্রটি জানাচ্ছে, ২০২৩ সালের মাঝামাঝি সময় থেকেই ‘পাঠান ২’ সিনেমার চিত্রনাট্য নিয়ে আদিত্য চোপড়া কাজ করছিলেন। সেই হিসেবে দেড় বছরেরও বেশি সময় লাগল চিত্রনাট্য শেষ হতে। অনেকেই প্রশ্ন তুলছেন- কেন এত দেরি? সূত্রটি থেকে জানা গেছে, সিকুয়েলটিকে শুধুই একটি সিকুয়েল মাত্র হিসেবে দেখতে চাননি যশ চোপড়ার পুত্র। তার লক্ষ্যই যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সকে আরও রঙিন করে তোলা।

প্রথমে শোনা গিয়েছিল যশরাজের স্পাই ইউনিভার্সে শাহরুখের প্রথম সিনেমার কাহিনি যিনি লিখেছিলেন, সেই আব্বাস দ্বিতীয় সিনেমার গল্পও লিখেছেন। কিন্তু পরে জানা যায়, আদিত্য চোপড়া নিজে কাজ করছেন সিনেমাটি নিয়ে। তিনি চান, প্রথম সিনেমাটিকেও টেক্কা দিতে। তাই সময় নিয়ে বিভিন্ন দিক বিবেচনা করে তৈরি করেছেন চিত্রনাট্য। এবং এই কাজে আগাগোড়া আদিত্য যোগাযোগ রেখে গিয়েছেন এসআরকের সঙ্গে। শাহরুখ নাকি সিনেমার চিত্রনাট্য শুনে দারুণ উত্তেজিত।

কিন্তু চিত্রনাট্য লেখার কাজ শেষ হলেও এখনো ঠিক হয়নি সিনেমা পরিচালনা কে করবেন। ‘পাঠান’র পরিচালনা করেছিলেন সিদ্ধার্থ আনন্দ। তিনি এই মুহূর্তে ব্যস্ত ‘কিং’ নিয়ে। এপ্রিল মাস নাগাদ সেই সিনেমার শুটিং শুরু হবে। তাহলে ‘পাঠান ২’সিনেমায় কে হবেন নির্মাতা? আপাতত দুটি নাম সামনে রয়েছে।

তাদের একজন ‘ব্রহ্মাস্ত্র’ নির্মাতা অয়ন মুখোপাধ্যায়। ‘ওয়ার ২’ সিনেমাটি নাকি তিনি বানিয়েছেন। অন্যজন খোদ আদিত্য। তবে একেবারে নতুন কাউকে পরিচালনার দায়িত্ব দেওয়া হবে কিনা সেটা নিয়েও আলোচনা চলছে।

২০২৫ সালের আগস্টে মুক্তি যাচ্ছে ‘ওয়ার ২’। যেহেতু স্পাই ইউনিভার্স, তাই ‘পাঠান’ সম্ভবত স্ক্রিন শেয়ার করবেন ‘কবীর’ হৃতিক রোশনের সঙ্গে। অতিথি শিল্পীর ভূমিকায় শাহরুখকে দেখতে যে দর্শকরা উদগ্রীব থাকবেন তা বলাই যায়। তবে আসল অপেক্ষা থাকবে ‘কিং’ ও ‘পাঠান ২’ নিয়ে। ‘রোমান্সের রাজা’ খ্যাত বাদশা নিজেকে অ্যাকশন হিরো হিসেবে ক্রমেই প্রতিষ্ঠা করে যাচ্ছেন। আসছে সিনেমা দুটির সাফল্য সেই ইমেজকেই আরও বাড়িয়ে দেবে।

  • Related Posts

    সাজেকে আগুন লাগার কারণ জানতে ঘটনাস্থলে তদন্ত কমিটি

    রাঙামাটির সাজেক পর্যটন কেন্দ্রে অগ্নিকাণ্ডের দুদিন পর জেলা প্রশাসনের করা তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে তারা সাজেকে পৌঁছান।এসময় তদন্ত কমিটির প্রধান রাঙামাটির স্থানীয় সরকার বিভাগের…

    Continue reading
    বাঁচামরার ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান

    দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় চাপে পড়ে গেছে আফগানিস্তান ও ইংল্যান্ড। দুই দলই তাদের প্রথম ম্যাচ শুরু করেছে হার দিয়ে। আজ তারা মুখোমুখি। যে দল হারবে, তাদেরই…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাজেকে আগুন লাগার কারণ জানতে ঘটনাস্থলে তদন্ত কমিটি

    সাজেকে আগুন লাগার কারণ জানতে ঘটনাস্থলে তদন্ত কমিটি

    বাঁচামরার ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান

    বাঁচামরার ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান

    ১৩ বছর ধরে তুমি আমার শক্তি: মেহজাবীনের বিষয়ে রাজীব

    ১৩ বছর ধরে তুমি আমার শক্তি: মেহজাবীনের বিষয়ে রাজীব

    যুক্তরাষ্ট্র থেকে পিএইচডি শিক্ষার্থীদের টানছে চীন

    যুক্তরাষ্ট্র থেকে পিএইচডি শিক্ষার্থীদের টানছে চীন

    চারদিনের সফরে ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব

    চারদিনের সফরে ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব

    সুদানে সামরিক প্লেন বিধ্বস্ত, নিহত ৪৬

    সুদানে সামরিক প্লেন বিধ্বস্ত, নিহত ৪৬

    নওগাঁয় পিকনিকের বাসের ধাক্কায় বাইক আরোহী নিহত

    নওগাঁয় পিকনিকের বাসের ধাক্কায় বাইক আরোহী নিহত

    ৪ গোলের জয়ে পয়েন্ট তালিকায় বড় লাফ চেলসির

    ৪ গোলের জয়ে পয়েন্ট তালিকায় বড় লাফ চেলসির

    সুপারহিট বার্বি স্টাইলে আসছে সুপারম্যান

    সুপারহিট বার্বি স্টাইলে আসছে সুপারম্যান

    মালয়েশিয়ায় বন্ধ হচ্ছে এমআরপি পাসপোর্ট সেবা

    মালয়েশিয়ায় বন্ধ হচ্ছে এমআরপি পাসপোর্ট সেবা