
দাবি আদায়ে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে শাহবাগ মোড় ছেড়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলার তদন্তে গাফিলতির প্রতিবাদ ও এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে তারা বিকেল থেকে সেখানে অবরোধ কর্মসূচি পালন করছিলেন।
রোববার (১৮ মে) বিকেল সাড়ে ৫টার দিকে ছাত্রদলের কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম। এরপর রাজধানীর গুরুত্বপূর্ণ ওই মোড় দিয়ে যান চলাচল শুরু হয়।
এর আগে বিকেল পৌনে ৪টা নাগাদ ছাত্রদলের নেতা-কর্মীরা শাহবাগ মোড়ে অবস্থান নেন। এসময় শাহবাগ এলাকা দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
অবস্থান কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদকের নাছির উদ্দিন নাছিরের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা, ঢাকা মহানগরসহ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা অংশ নেন।
কর্মসূচিতে বক্তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেন। এ ছাড়া সাম্য হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারসহ তাদের অন্য দাবি মেনে না নেওয়া হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন।
এর আগে একই দাবিতে দুপুর ১২টা থেকে শাহবাগ থানার সামনে অবস্থান নেন ঢাবি শিক্ষার্থীরা।
শাহরিয়ার আলম সাম্য ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক। তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ায়।
গত ১৩ মে রাতে মোটরসাইকেলে করে সোহরাওয়ার্দী উদ্যানের পাশ দিয়ে যাওয়ার সময় ছুরিকাঘাতে নিহত হন সাম্য। এ হত্যাকাণ্ডের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার তিনজনেই মাদারীপুরের বাসিন্দা। তারা হলেন – তামিম হাওলাদার (৩০), সম্রাট মল্লিক (২৮) এবং পলাশ সরদার (৩০)।