
জনপ্রিয় শিল্পী ‘লালন-সম্রাজ্ঞী’ ফরিদা পারভীনকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তার স্বামী যন্ত্রসংগীতশিল্পী গাজী আবদুল হাকিম। তিনি জানিয়েছেন, শনিবার সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফুসফুসে পানি জমেছে তার। যে কারণে তার শ্বাসকষ্ট দেখা দেয়। শিল্পী ফরিদা পারভীনকে এখন হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে রাখা হয়েছে। ফুসফুসে পানি জমা ছাড়াও তিনি নানান রকমের শারীরিক জটিলতায় ভুগছেন।
শনিবার ভোরে তীব্র শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেয় তার। যার ফলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তাৎক্ষণিক কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয় তার। এরপর তাকে আইসিইউতে নেওয়া হয়। ফরিদার ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে।
এদিকে তার অন্যান্য শারীরিক সমস্যাও আছে। ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, বার্ধক্যজনিত বেশ কিছু রোগ আছে তার। হাসপাতালে এখন তিনি একজন বক্ষব্যাধি, কিডনি এবং ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞের তত্ত্বাবধানে রয়েছেন। কিডনির সমস্যার কারণে তাকে ডায়ালাইসিসের পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।
১৯৬৮ সালে রাজশাহী বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবে নজরুলসংগীত পরিবেশন করে ক্যারিয়ার শুরু করেন ফরিদা পারভীন। ১৯৭৩ সালের দিকে দেশাত্মবোধক গান দিয়ে তিনি জনপ্রিয়তা লাভ করেন। ১৯৮৭ সালে তিনি এ কারণে একুশে পদকও পেয়েছেন।
তিনি জাপান সরকারের পক্ষ থেকে ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার’ পুরস্কার পান ২০০৮ সালে। এছাড়াও তার ঝুলিতে আছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।