গত কয়েকটা মৌসুম স্বপ্নের মতো কাটিয়ে আসা ম্যানচেস্টার সিটির এবারের অবস্থান একদমই সুখকর নয়। লা-লিগার পয়েন্ট টেবিলে সপ্তম অবস্থানে আছে গত ৩ আসরের চ্যাম্পিয়নরা। আর চ্যাম্পিয়ন্স লিগে তাদের অবস্থান ২২ নম্বরে। তারকায় ঠাঁসা দল নিয়ে সিটির এমন পারফরম্যান্সের পর কোচের পদ থেকে পেপ গার্দিওলার অপসারণের গুঞ্জন উঠতে শুরু করেছে।
গার্দিওলার চাকরি হারানোর বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানা না গেলেও তার ভবিষ্যৎ গন্তব্য নিয়ে এখনই জল্পনা-কল্পনা শুরু হয়ে গিয়েছে। তবে এবার সিটি বসকে অদ্ভুত এক পরামর্শ দিয়েছেন ম্যানচেস্টার সিটি এবং লিভারপুলের সাবেক মিডফিল্ডার ডিয়েটমার হামান। দীর্ঘদিন বার্সার কোচের দায়িত্ব পালন করা গার্দিওলাকে রিয়াল মাদ্রিদের কোচ হওয়ার পরামর্শ দিয়েছেন জার্মান এই সাবেক ফুটবলার।
ফুটবলের সবচেয়ে বড় রাইভালরির মধ্যে একটি হচ্ছে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা। দুই দলের মধ্যে লড়াই যখন একেবারে চূড়ান্ত পর্যায়ে ছিল, তখনকার সময়ে বার্সার কোচ ছিলেন গার্দিওলা। সেই গার্দিওলাকে এবার রিয়ালের কোচ হতে পরামর্শ দিলেন হামান। নিজের মন্তব্যের ব্যাখ্যাও অবশ্য দিয়েছেন সাবেক এই ফুটবলার।
তিনি বলেন, ‘ফুটবলে পেপ সবকিছু জিতেছে। কিন্তু একটি ক্লাবে সে কখনো ম্যানেজারের দায়িত্ব পালন করেনি, সেটা রিয়াল মাদ্রিদ। প্রত্যেক কোচের জন্য এটি একটি বড় সুযোগ।’
তিনি আরও বলেন, ‘যদিও সে বার্সেলোনা এবং কাতালুনিয়ার লোক। তবে আমি নিশ্চিত, সে এটা চাইবে। প্রত্যেক কোচের স্বপ্ন থাকে তাদের ম্যানেজার হওয়া, এটা দোষের কিছু নয়।’
সিটির দায়িত্ব থেকে অব্যাহতি পেলে কোনো একটি জাতীয় দলের কোচ হতে পারেন গার্দিওলা, এমন গুঞ্জন নিয়ে হামান বলেন, ‘জাতীয় দলের কোচ হলে তার খেলোয়াড়দের সঙ্গে নিয়মিত যোগাযোগটা থাকবে না। এছাড়া সেখানে খেলোয়াড়দের মাসে কেবল ১০ দিনের জন্য পাওয়া যায়। জাতীয় দলের দায়িত্ব কেবল তখনই নেয়া উচিত, যখন তিনি মনে করবেন, ক্লাবের ম্যানেজার হওয়া বেশ কঠিন কাজ।’