
কক্সবাজারের রামুতে বাসের সঙ্গে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জাহিদ (৩০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন। হতাহত ৩ জনই মোটরসাইকেল আরোহী।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের হাসপাতাল গেইট সংলগ্ন বাইপাস এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহিদ সিলেটের জাফলং এলাকার বাসিন্দা। এ ঘটনায় গুরুতর আহত ২ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার অভিমুখী মোটরসাইকেল বহরের সঙ্গে বিপরীতমুখী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেল দুটি চূর্ণবিচূর্ণ হয়ে যায়।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী জাহিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।