রানশূন্য সুপার ওভার, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রেকর্ড

ক্রিকেটে সুপার ওভার মানেই তো উত্তেজনা। নাটকীয় কিছু ঘটবে, এমন কিছু দেখার অপেক্ষাই থাকেন ভক্ত-সমর্থকরা। কিন্তু মাঝে মাঝে এমন কিছু ঘটে, যা একটি বেশিই নাটকীয়। এই যেমন গতকাল শুক্রবার মালয়েশিয়া ত্রি-দেশীয় টি-টোয়েন্টি সিরিজে হংকং ও বাহরাইন ম্যাচে যা ঘটলো।

কুয়ালালামপুরের বায়ুয়েমাস ওভাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ফলাফল বের করতে নিতে হয়েছিল সুপার ওভার খেলার অভিজ্ঞতা। নাটকীয় গল্পের মঞ্চায়ন ঘটিয়ে শেষ পর্যন্ত ম্যাচটি জেতে হংকং।

আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৯ রান করে হংকং। জবাবে ইনিংসের সব বল খেলে ৮ উইকেটে সমান ১২৯ রান করে বাহরাইন। ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে।

ভক্তরা আশা করেছিলেন সুপার ওভারও মূল ম্যাচের মতো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। কিন্তু যা ঘটল তা ছিল অবিশ্বাস্য।

প্রথমে সুপার ওভারে ব্যাট করতে নামে বাহরাইন। বল হাতে আসেন হংকংয়ের অফস্পিনার এহসান খান। প্রথম বলে বাহরাইনের ব্যাটার আহমেদ নাসিরকে ডট দেন তিনি। এরপর টানা দুই বলে দুটি উইকেট (আহমেদ নাসির ও শোহাইল আহমেদ) শিকার করেন। ফলে সুপার ওভারে কোনো রান না করেই অলআউট হয় বাহরাইন।

নিয়ম অনুযায়ী, সুপার ওভারে ২ উইকেট হারালে ওই দলকে অলআউট বিবেচনা করা হয়।

সুপার ওভারে শূন্য রানের লক্ষ্য তাড়া করতে নেমে হংকংয়ের ব্যাটসম্যান বাবর হায়াত প্রথম দুটি বল ডট দিলেও তৃতীয় বলে এক রান নিয়ে দলকে জয় এনে দেন।

এর ফলে বাহরাইন রেকর্ড বইয়ে নিজেদের নাম লেখে ফেলে। আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে প্রথম দল হিসেবে সুপার ওভারে কোনো রান না করার অনাকাঙ্ক্ষিত রেকর্ড করে তারা। এর আগে সুপার ওভারে সর্বনিম্ন স্কোর ছিল আফগানিস্তানের। ২০২৪ সালের ১৭ জানুয়ারি ভারতের বিপক্ষে মাত্র ১ রান করেছিল তারা।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম হলেও টি-টোয়েন্টি ক্রিকেটে এর আগে এমন ঘটনা বেশ কয়েকবার ঘটেছিল। প্রথমবার ঘটেছিল ২০০৯ সালের চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে। ইংল্যান্ডের ক্লাব সাসেক্স ও দক্ষিণ আফ্রিকার ক্লাব ঈগলসের মধ্যকার ম্যাচ টাই হয়েছিল। উভয় দল ১১৯ রান করেছিল।

সাসেক্সের হয়ে অলরাউন্ডার ইয়াসির আরাফাত সুপার ওভার করেন এবং ঈগলসের ব্যাটসম্যান রাইলি রুশো ও রায়ান ম্যাকলারেনের বিপক্ষে ৯ রান দেন। ঈগলসের হয়ে সিজে ডি ভিলিয়ার্স বল করেন এবং টানা দুই বলে ডোয়াইন স্মিথ ও ররি হ্যামিল্টন-ব্রাউনকে আউট করেন। ফলে তার দল জয় লাভ করে।

  • Related Posts

    মেট্রোরেলে টিকিট ব্যবস্থা চালু

    প্রায় দেড় ঘণ্টা পর মেট্রোরেলের টিকিট ব্যবস্থা চালু হয়েছে। কর্তৃপক্ষের আশ্বাসে কাজে যোগ দিয়েছেন কর্মীরা। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) চারজন কর্মীকে এমআরটি পুলিশের কয়েকজন সদস্য লাঞ্ছিতের ঘটনায় কর্মবিরতির…

    Continue reading
    মঙ্গলবার পুতিনের সঙ্গে কথা বলবেন ট্রাম্প

    আগামী মঙ্গলবার (১৮ মার্চ) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন যুদ্ধ শেষ করার বিষয়ে আলোচনা করতে পুতিনের সঙ্গে কথা বলার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    মেট্রোরেলে টিকিট ব্যবস্থা চালু

    মেট্রোরেলে টিকিট ব্যবস্থা চালু

    মঙ্গলবার পুতিনের সঙ্গে কথা বলবেন ট্রাম্প

    মঙ্গলবার পুতিনের সঙ্গে কথা বলবেন ট্রাম্প

    উত্তর মেসিডোনিয়ার নাইটক্লাবে অগ্নিকাণ্ডে নিহত ৫৯, আটক ১০

    উত্তর মেসিডোনিয়ার নাইটক্লাবে অগ্নিকাণ্ডে নিহত ৫৯, আটক ১০

    গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, ১২ কারখানায় ছুটি 

    গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, ১২ কারখানায় ছুটি 

    পারলো না লিভারপুল, ৭০ বছর পর প্রথম চ্যাম্পিয়ন নিউক্যাসল

    পারলো না লিভারপুল, ৭০ বছর পর প্রথম চ্যাম্পিয়ন নিউক্যাসল

    শেষের ম্যাজিক, অ্যাতলেতিকোকে উড়িয়ে আবার শীর্ষে বার্সেলোনা

    শেষের ম্যাজিক, অ্যাতলেতিকোকে উড়িয়ে আবার শীর্ষে বার্সেলোনা

    হাসপাতাল থেকে বাড়িতে এ আর রহমান

    হাসপাতাল থেকে বাড়িতে এ আর রহমান

    প্রবাসী জোভান ও তটিনীর বিয়ের গল্প

    প্রবাসী জোভান ও তটিনীর বিয়ের গল্প

    মালয়েশিয়ায় চার বাংলাদেশি গ্রেফতার

    মালয়েশিয়ায় চার বাংলাদেশি গ্রেফতার

    সিডনিতে প্রবাসী নারী উদ্যোক্তাদের আয়োজনে ঈদ মেলা

    সিডনিতে প্রবাসী নারী উদ্যোক্তাদের আয়োজনে ঈদ মেলা