
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে অগ্নিকাণ্ডে প্রায় ১২টি দোকান পুড়ে ছাই হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়াররি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন লাগে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এতে ব্যবসায়ীদের প্রায় ৫০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
জানা গেছে, বহরপুর বাজারের শ্যামল কুমারের মুদি দোকান থেকে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পরে। পরে বালিয়াকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দুটি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে আশরাফুল হোসেন লুলুর গার্মেন্টস কাপড়ের দোকান, শ্যামল কুমারের মুদি দোকান, তারেক বিশ্বাসের খাবার হোটেল, আফজাল হোসেনের আলুর আড়ত, মো. সাইদুল মোল্লার কাঁচা তরকারির আড়ত, মজিদ মণ্ডলের মুদিখানা ও আড়ত, হারেজের কাঁচামালের আড়ত, কালুর মাছের আড়ত, আবুল কালাম আজাদের মুদি দোকান, সেলিম বিশ্বাসের সাইকেল পার্টসের দোকান, সুশান্ত শিকদারের খাবার হোটেল, পলাশ শেখের কাঁচামালের আড়ত পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত মুদি দোকানি আবুল কালাম আজাদ বলেন, আগুনে আমার সব শেষ হয়ে গেছে। গোডাউনে প্রায় ৪০ লাখ টাকার মালামাল ছিল। ২০ লাখ টাকার মতো মালামাল উদ্ধার করতে পেরেছি। এছাড়া দোকানে নগদ প্রায় এক লাখ টাকাসহ মালামাল পুড়েছে। এ অবস্থায় ১৫ লাখ টাকার ব্যাংক লোন পরিশোধ কীভাবে করবো বুঝতে পারছি না। ক্ষতিগ্রস্ত অনেক ব্যবসায়ী আমার মতো লোন নিয়ে ব্যবসা করছে।
বালিয়াকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ইনচার্জ সৈয়দ শরাফত আলী তুহিন বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়-ক্ষতির বিষয়টি এখনও নিরূপণ করা সম্ভব হয়নি।