
বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে শনিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকার ৩০০ ফিট এলাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন-২০২৫।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) আইএসপিআর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আইএসপিআর জানায়, এই ইভেন্টটি এখন পর্যন্ত বাংলাদেশে আয়োজিত ম্যারাথনের মধ্যে সর্ববৃহৎ ম্যারাথন হিসেবে অনুষ্ঠিত হতে যাচ্ছে। যেখানে প্রায় ১০ হাজার জন দৌড়বিদ অংশগ্রহণ করবেন। এছাড়া, এ ম্যারাথনে ১০টি দেশ থেকে বেশ কয়েকজন বিদেশি ম্যারাথনার প্রতিনিধিত্ব করবেন।
ম্যারাথনের মূল প্রতিপাদ্য ‘Run for unity, Run for humanity’, যা একতা, বন্ধুত্ব এবং বৈচিত্রের প্রতি শ্রদ্ধার বার্তা বহন করে।
প্রতিযোগিতাটি পাঁচটি ভিন্ন ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে: ম্যারাথন (৪২.২ কিলোমিটার), হাফ ম্যারাথন (২১.১ কিলোমিটার), ১০ কিলোমিটার সাধারণ, ১০ কিলোমিটার প্রথমবার অংশগ্রহণকারীদের জন্য এবং ১০ কিলোমিটার ভেটেরান ক্যাটাগরি।
আইএসপিআর আরও জানায়, এ বিশাল আয়োজনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, স্বাস্থ্যসেবা সহায়তা এবং সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করা হয়েছে যেন প্রতিযোগী ও দর্শক উভয়েই একটি নিরাপদ ও আনন্দদায়ক পরিবেশ উপভোগ করতে পারেন।
উল্লেখ্য, ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন-২০২৫ উপলক্ষে প্রগতি সরণি হতে কাঞ্চন ব্রিজ অভিমুখে ৩০০ ফিট মহাসড়কের উত্তর দিকের চার লেন এবং সার্ভিস সড়কটি ৭ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টা থেকে ৮ ফেব্রুয়ারি দুপুর ২টা পর্যন্ত বন্ধ থাকবে। এ সময়ে এই মহাসড়কে গমনাগমনের জন্য সব যানবাহনকে দক্ষিণ দিকের চার লেন সড়ক (কাঞ্চন ব্রিজ অভিমুখে) এবং সার্ভিস সড়ক (কাঞ্চন ব্রিজ হতে প্রগতি স্বরনীর অভিমুখে) ব্যবহারের জন্য অনুরোধ করা হলো।