
রাজধানীর কারওয়ান বাজারে জাহাঙ্গীর টাওয়ারের একটি ক্যাফেতে আজ শনিবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে আধা ঘণ্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা মো. শাহজাহান বলেন, জাহাঙ্গীর টাওয়ারের নিচতলায় পেয়ালা নামের একটি ক্যাফেতে রাত ৮টা ২২ মিনিটের দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেখানে গিয়ে ৮টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
পেয়ালা কর্তৃপক্ষ জানিয়েছে, সাপ্তাহিক ছুটির দিন গতকাল শুক্রবার ও আজ শনিবার ক্যাফে বন্ধ ছিল। তবে কীভাবে আগুন লাগল, সেটি খতিয়ে দেখা হচ্ছে।