যে কারণে নায়িকা হওয়ার ইচ্ছা পূরণ হয়নি”তানিয়া বৃষ্টি”

অভিনেত্রী হতেই চেয়েছিলেন তানিয়া বৃষ্টি। তবে ইচ্ছে ছিল বড় পর্দায় নায়িকা হবেন। কিন্তু সেই আশা তার সেভাবে পূরণ হয়নি। এর পেছনে আছে অস্বস্তিকর এক ঘটনা, যা মনে করতে চান না এই অভিনেত্রী।

ছোটপর্দার নায়িকা হিসেবে নিয়মিত নাটকে অভিনয় করছেন বৃষ্টি। গত ঈদুল ফিতর ও তার পরে তার অভিনীত বেশ কিছু নাটক প্রচারিত হয়েছে। সেসবের মধ্যে ‘ছোবল’, ‘লতিফ দপ্তরি’, ‘আইসিইউ’, ‘সব দোষ হোসেন আলীর’, ‘কাছের মানুষ’, ‘জায়গায় খায় জায়গায় ব্রেক’ উল্লেখযোগ্য। এই নাটকগুলোতে কাজ করার সুযোগ পেয়েছেন তিনি। ইচ্ছে পূরণ করতে সিনেমার দিকে ঝুঁকেছিলেনও। কিন্তু অভিজ্ঞতা ভালো না।

‘ঘাসফুল’ সিনেমায় অভিনয় করেন বৃষ্টি। চেয়েছিলেন সিনেমায় অভিনয় চালিয়ে যাবেন। কিন্তু সেটা আর হয়নি। কারণ জানতে চাইলে গণমাধ্যমকে তিনি বলেছিলেন, ‘নায়িকা হওয়ার জন্য সিনেমার প্রস্তাবের পাশাপাশি যেসব প্রস্তাব আসছিল, সেসব আর নিতে পারছিলাম না। সে কারণেই আর সিনেমায় কাজ করা হয়নি। হয়তো একদিন হবে।’

বৃষ্টিকে শিগগিরই দেখা যাবে ‘চেয়েছিলাম’ নামে একটি নাটকে। সেখানে শিউলি চরিত্রে অভিনয় করেছেন তিনি। নাটকের গল্পে একটি প্রতিষ্ঠানের জনসংযোগ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন তিনি। সেই প্রতিষ্ঠানের ব্যবস্থাপক তার প্রেমে পড়েন। একপর্যায়ে দেখেন ওই প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী তার সাবেক প্রেমিক। তানিয়া বৃষ্টি বলেন, ‘এই নাটকের গল্পটা অসাধারণ। পরিচালকও খুব যত্ন নিয়ে কাজটি করেছেন। আমার বিশ্বাস নাটকটি দর্শকের ভালো লাগবে।’

‘চেয়েছিলাম’ নাটকের কাহিনি, সংলাপ ও চিত্রনাট্যে লিখেছেন আপেল আকবর এবং পরিচালনা করেছেন স্বপন বিশ্বাস। তিনি বলেন, ‘কর্পোরেট প্রতিষ্ঠানের নানা অসঙ্গতি নিয়ে নাটকের গল্প সাজানো হলেও প্রেম-ভালোবাসাও আছে এতে। আশা করছি দর্শকরা খুবই ইনজয় করবে।’

দূর্বার টেকনোলজিস লিমিটেডের ব্যানারে গত ২৫ আগস্ট থেকে রাজধানীর উত্তরা ও শ্যামলীসহ বিভিন্ন জায়গায় নাটকটির শুটিং হয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, শিগগিরই নাটকটি দেখা যাবে জাগো এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে। তানিয়া বৃষ্টি ছাড়া এ নাটকে আরও অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, মিলি বাশার, আনোয়ার শাহী, সম্পা রেজা, হারুন রশিদ বান্টি, বাশার বাপ্পি, খায়রুল ইসলাম প্রমুখ।

  • Rofiq Kazi

    Related Posts

    ময়মনসিংহে বাস উল্টে পুকুরে, নিহত ১ আহত ৮

    ময়মনসিংহে যাত্রীবাহী একটি বাস উল্টে সড়কের পাশে পুকুরে পড়ে গেছে। ঘটনাস্থল থেকে অজ্ঞাত একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ…

    Continue reading
    শাহজালাল বিমানবন্দরে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

    বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিমানবন্দরের মাল্টিলেভেল কার পার্কিং এলাকার দ্বিতীয় তলায় যাত্রীদের জন্য প্রশস্ত ও আরামদায়ক ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই লাউঞ্জে ওয়েটিং এরিয়া,…

    Continue reading

    ময়মনসিংহে বাস উল্টে পুকুরে, নিহত ১ আহত ৮

    ময়মনসিংহে বাস উল্টে পুকুরে, নিহত ১ আহত ৮

    শাহজালাল বিমানবন্দরে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

    শাহজালাল বিমানবন্দরে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

    মাদাগাস্কারে নৌকায় ভূমিধসে ১৬ জনের মৃত্যু

    মাদাগাস্কারে নৌকায় ভূমিধসে ১৬ জনের মৃত্যু

    কালিহাতীতে আগুনে ১৮ দোকান পুড়ে ছাই

    কালিহাতীতে আগুনে ১৮ দোকান পুড়ে ছাই

    ভিনির পেনাল্টি মিসে হতাশার ড্র ব্রাজিলের

    ভিনির পেনাল্টি মিসে হতাশার ড্র ব্রাজিলের

    রবীন্দ্রনাথকে অবমাননা, আইনি নোটিশ সালমান খানকে

    রবীন্দ্রনাথকে অবমাননা, আইনি নোটিশ সালমান খানকে

    মালয়েশিয়ায় সুদের কারবার করা সেই ৬ বাংলাদেশিকে অর্থদণ্ড

    মালয়েশিয়ায় সুদের কারবার করা সেই ৬ বাংলাদেশিকে অর্থদণ্ড

    দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

    দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

    ইসরাইলের সামরিক সদর দপ্তরে হিজবুল্লাহর ড্রোন হামলা

    ইসরাইলের সামরিক সদর দপ্তরে হিজবুল্লাহর ড্রোন হামলা

    ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১০৭

    ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১০৭