
যশোরের কেশবপুরে ধানের গোলার মধ্যে রাখা ককটেল বিস্ফোরণে দুই নারী আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বুধবার (৭ মে) সকালে পৌর শহরের মধ্যকুল গ্রামের নাথপাড়ায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, কেশবপুর পৌর যুবলীগের নেতা ও একাধিক মামলার আসামি জামাল শেখের বাড়ির ধানের গোলায় ককটেল রাখা ছিল। যা কেউ জানতো না। এদিন সকালে গোলায় ধান উঠাচ্ছিলেন বাড়ির লোকজন। এ সময় ককটেলের বিস্ফোরণ ঘটে। এতে জামালের গৃহকর্মী শাহানাজ বেগম (৪৫) ও জামালের বোন রুমা বেগম (২৮) আহত হন।
পরিবারের সদস্যরা তাদেরকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে কেশবপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিস্ফোরিত ককটেলের আলামত জব্দ করেন তারা।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনা নিশ্চিত করে বলেন, ‘ধানের গোলার মধ্যে একটি ব্যাগে ককটেল রাখা ছিল। ধান উঠানোর সময় ব্যাগটি নাড়াচাড়া করলে ককটেলের বিস্ফোরণ ঘটে।’
তিনি আরো জানান, জামালের বিরুদ্ধে কেশবপুর থানায় অপহরণ, চাঁদাবাজি ও মারপিটের একাধিক মামলা রয়েছে।