কমলা হ্যারিসকে নির্বাচনী প্রচারণার জন্য পাঁচ কোটি ডলার সহায়তা দিয়েছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা ও ধনকুবের বিল গেটস। তবে, ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলাকে অর্থ দিলেও প্রকাশ্যে সমর্থন দেননি তিনি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি। নির্বাচনের তারিখ যত ঘনিয়ে আসছে, প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্প-কমলার প্রচারণা ততই জমে উঠছে। প্রচারণা আরও বেগবান করতে এবার ডেমোক্র্যাট দলীয় প্রার্থী কমলা হ্যারিসকে অর্থ সহায়তা দিয়েছেন বিল গেটস। নিইউয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, এই অর্থদানের মূল লক্ষ্য হ্যারিসের নির্বাচনী প্রচারের জন্য নির্ধারিত ফান্ড রাইজিং গ্রুপ ‘ফিউচার ফরওয়ার্ড’-কে সমর্থন দেয়া।
প্রতিবেদনে আরও বলা হয়, কমলাকে অর্থ দেয়ার বিষয়টি ‘গোপন’ রাখতে চেয়েছিলেন বিল গেটস। তাকে অর্থ দিলেও, প্রকাশ্যে সমর্থন দেননি এই ধনকুবের।
এবারের নির্বাচন আগের চেয়ে আলাদা উল্লেখ করে নিউইর্য়ক টাইমসকে বিল গেটস বলেন, এই নির্বাচন শুধু যুক্তরাষ্ট্রের জন্যই নয়, বিশ্বের সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর জন্যও গুরুত্বপূর্ণ। যেকোনো প্রার্থীর সঙ্গেই কাজ করতে আগ্রহী হলেও, সেই প্রার্থীকেই তিনি সমর্থন করেন যিনি স্বাস্থ্যসেবা উন্নয়ন, দারিদ্র্য দূরীকরণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় প্রতিশ্রুতিবদ্ধ।
এছাড়া ফ্রান্স টোয়েন্টি ফোরকে দেয়া এক সাক্ষাৎকারে কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তিগত অগ্রগতির বিষয়ে হ্যারিসের চিন্তা-ভাবনাকে স্বাগত জানান বিল গেটস।
সেইসঙ্গে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। ট্রাম্প ক্ষমতায় এলে ‘বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন’- এর পরিবার পরিকল্পনা এবং বৈশ্বিক স্বাস্থ্য কর্মসূচি কাট-ছাঁটের আশঙ্কা তার।
এদিকে, কমলা হ্যারিসের প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে প্রচারণায় বিপুল অর্থ সহায়তা দিচ্ছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। ট্রাম্পকে মাস্কের সহায়তা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। ডোনাল্ড ট্রাম্প নিজেও বিশ্বের অন্যতম শীর্ষ ধনী। কিন্তু তার পেছনে বিপুল অর্থ বিনিয়োগে ইলন মাস্কের স্বার্থ কী?
বেশ কয়েকজন পর্যবেক্ষক বলছেন, ট্রাম্পকে সমর্থনের মধ্য দিয়ে মাস্ক মূলত ব্যবসায়িক স্বার্থ হাসিল করতে চান। মিশিগান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গর্ডনের মতে, সরকারি নানা বিধিনিষেধ মাস্কের জন্য বাধার। তিনি যেসব প্রযুক্তির উন্নয়ন ঘটাতে চান, সেগুলো ব্যাহত হচ্ছে। এ কারণে, ট্রাম্প যদি নির্বাচিত হন তাহলে ইলন মাস্ক লাভবান হবেন বলেই মত তার।