ম্যাচের শুরু থেকেই ধারহীন আর্সেনাল। প্রথমার্ধেই উইলিয়াম সালিবা লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় গানাররা। তাতে পরিস্থিতি তাদের জন্য আরও কঠিন হয়ে পড়ে। সুযোগ কাজে লাগিয়ে দারুণ জয় তুলে নিয়েছে বোর্নমাউথ। এবারের মৌসুমে প্রথম হারের দেখা পেয়েছে আর্সেনাল।
শনিবার (১৯ অক্টোবর) প্রিমিয়ার লিগের ম্যাচে বোর্নমাউথের কাছে ২-০ গোলে হেরে গেছে আর্সেনাল। রায়ান ক্রিস্টির গোলে এগিয়ে যাওয়ার পর জাস্টিন ক্লুইভার্টের গোলে জয় নিশ্চিত হয় বোর্নমাউথের।
এদিন শুরু থেকেই নিষ্প্রভ ছিল গানাররা। আক্রমণে একদমই ভীতি ছড়াতে পারেনি তারা। প্রথমার্ধে গোল লক্ষ্য করে একটা শটও নিতে পারেনি আর্সেনাল। দ্বিতীয়ার্ধে একটি শট নিলেও তা মোটেও ভয়ঙ্কর ছিল না।
৩০ মিনিটে সালিবাকে হারায় আর্সেনাল। প্রতিপক্ষের প্রতিআক্রমণ আটকাতে গিয়ে মাঝমাঠে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এভানিলসনকে ফাউল করে বসেন সালিবা। রেফারি সরাসরি লাল কার্ড দেখান তাকে। ৩৬ মিনিটে অল্পের জন্য গোল খাওয়া থেকে বেঁচে যায় আর্সেনাল।
৭০ মিনিটে গোল হজম করে আর্সেনাল। কর্নার থেকে আসা বলে সতীর্থের ব্যাকপাস পেয়ে জোরাল শটে গোল করেন ক্রিস্টি। এর সাত মিনিট পরেই গানারদের কফিনে শেষ পেরেকটি ঠোকেন ক্লুইভার্ট। বক্সে এভানিলসনকে আর্সেনাল গোলরক্ষক দাভিদ রায়া ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পটকিকে বল জালে জড়ান এই ডাচ ফরোয়ার্ড।
এই হারে ৮ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আর্সেনাল। সমান ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে দশম স্থানে বোর্নমাউথ।