মেসির পাশে সালাহ, ম্যানসিটির বিপক্ষে দুর্দান্ত জয় লিভারপুলের

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার দৌড়ে বড় লাফ দিয়েছে লিভারপুল। ম্যানচেস্টার সিটির বিপক্ষে ২-০ গোলে জিতেছে অলরেডরা। আগেই বলা হয়েছে, সিটির বিপক্ষে ম্যাচ লিভারপুলের শিরোপাও নির্ধারণ করে দিতে পারে। কেননা পয়েন্ট ব্যবধান বাড়াতে হলে চ্যালেঞ্জিং ম্যাচটি আর্নে স্লটের দলের জন্য ছিল গুরুত্বপূর্ণ।

রোববার রাতে ম্যানসিটির ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে গিয়ে চমক দেখিয়ে এসেছেন লিভারপুলের প্রাণভোমরা মোহাম্মাদ সালাহ। অলরেডদের হয়ে প্রথম গোল করেন এবং দ্বিতীয় গোলে ডমিনিক সোবোস্লাইকে সহায়তা করেন মিশরীয় ফরোয়ার্ড।

২৭ ম্যাচ থেকে ৬৪ পয়েন্ট সংগ্রহ করে ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে লিভারপুল। দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে রয়েছে অলরেডরা। যদিও আর্সেনাল একটি ম্যাচ কম খেলেছে।

সিটি ৪৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে। মৌসুমের শুরুতে বাজে পারফর্ম করায় টানা পঞ্চমবারের মতো লিগ শিরোপা জয়ের স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে তাদের। এখন চ্যাম্পিয়ন্স লিগের স্থান নিশ্চিত করার জন্য লড়াই করছে পেপ গার্দিওলার দল।

ম্যাচের ১৪ মিনিটে কর্নার থেকে গোল করেন সালাহ। বক্সের প্রান্ত থেকে তার শক্তিশালী শট সিটি ডিফেন্ডার নাথান আকের বাড়ানো পায়ে লেগে গোলরক্ষক এডারসনের পাশ দিয়ে জালে প্রবেশ করে। চলতি মৌসুমে এটি সালাহর ২৫তম গোল। প্রিমিয়ার লিগে গোলদাতাদের নেতৃত্ব দিচ্ছেন তিনি।

সোবোস্লাই সিটির বাজে রক্ষণের সুযোগ নিয়ে ৩৭ মিনিটে লিভারপুলের লিড দ্বিগুণ করেন। হাঙ্গেরিয়ান মিডফিল্ডারকে সহজ পাস দেন সালাহ। লিভারপুল ২-০ তে এগিয়ে গেলে হতাশ সিটি সমর্থকদের মনোবল মুষড়ে পড়ে, যা প্রবল বৃষ্টির সঙ্গে মিলিয়ে যায়।

হাজারো সমর্থক খেলা শেষ হওয়ার আগেই স্টেডিয়াম ছেড়ে চলে যান। লিভারপুল সমর্থকরা আনন্দের সঙ্গে গলা ফাটিয়ে গাইতে থাকেন, ‘আমরা লিগ জিততে যাচ্ছি।’

৩২ বছর বয়সী সালাহ এই মৌসুমে ১১টি লিগ ম্যাচে গোল ও অ্যাসিস্ট করেছেন, যা ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ইতিহাসে একক মৌসুমে কোনো খেলোয়াড়ের সর্বোচ্চ। এর আগে ২০১৪-১৫ মৌসুমে বার্সেলোনার জার্সিতে এই কীর্তি করেছিলেন লিওনেল মেসি।

হালান্ড হাঁটুর চোটের কারণে দলে না থাকলেও সিটি বেশিরভাগ সময় নিজেদের আধিপত্য বজায় রাখে। ৬৬ শতাংশ বলের দখল ছিল তাদের। লিভারপুলের দখল ছিল মাত্র ৩৪ শতাংশ।

চলতি মৌসুমের এটি লিভারপুলের সবচেয়ে কম বল দখলের রেকর্ড। এছাড়া গত ২০ বছরে যেকোনো জয়ে সবচেয়ে কম বল দখলের হার। সিটি লক্ষ্যে পাঁচটি শট করে। যেখানে লিভারপুল নেয় চারটি।

সিটিও এ ম্যাচে লিভারপুলের জাল খুঁজে বের করেছিল। এক সপ্তাহ আগে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ৪-০ গোলে জয়ের ম্যাচে সিটির জার্সিতে প্রথম হ্যাটট্রিক করা ওমর মারমুশ লিভারপুলের জালে বল ফেলেছিলেন। তবে অফসাইডের কারণে গোলটি বাতিল হয়ে যায়।

দ্বিতীয়ার্ধে কার্টিস জোন্স লিভারপুল সমর্থকদের উল্লাসে মাতিয়ে তুলেছিলেন। কিন্তু ভিএআরে অফসাইড ধরা পড়ায় এই গোলটি বাতিল হয়।

২০১৫-১৬ মৌসুমের পর প্রথমবারের মতো সিটিকে ঘরে এবং বাইরে উভয় লেগে হারালো লিভারপুল।

  • Related Posts

    ৪ ঘণ্টা পর থামলো ঢাকা কলেজ ও সিটি কলেজের সংঘর্ষ

    চার ঘণ্টা ধরে চলমান ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ থেমেছে। এরপরই সায়েন্সল্যাবে যান চলাচল স্বাভাবিক হয়। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় উভয় কলেজের শিক্ষার্থীরা সড়ক ছেড়ে…

    Continue reading
    ট্রাম্পের নীতির প্রভাব যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ধস,ডলারের দাম ৩ বছরে সর্বনিম্ন

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান জেরোম পাওয়েলের বিরুদ্ধে নতুন করে আক্রমণ শুরুর জেরে বিনিয়োগকারীদের আস্থার সংকট বেড়েছে। ফলে ধস নেমেছে মার্কিন শেয়ারবাজার ও ডলারের দামে। সোমবার (২১…

    Continue reading

    ৪ ঘণ্টা পর থামলো ঢাকা কলেজ ও সিটি কলেজের সংঘর্ষ

    ৪ ঘণ্টা পর থামলো ঢাকা কলেজ ও সিটি কলেজের সংঘর্ষ

    ট্রাম্পের নীতির প্রভাব যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ধস,ডলারের দাম ৩ বছরে সর্বনিম্ন

    ট্রাম্পের নীতির প্রভাব যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ধস,ডলারের দাম ৩ বছরে সর্বনিম্ন

    কুমিল্লায় কাভার্ড ভ্যানচাপায় যুবক নিহত, উত্তেজনা ছড়ায় এলাকাজুড়ে

    কুমিল্লায় কাভার্ড ভ্যানচাপায় যুবক নিহত, উত্তেজনা ছড়ায় এলাকাজুড়ে

    ১৩ মিনিটেই গোল পাল্টা গোল

    ১৩ মিনিটেই গোল পাল্টা গোল

    অর্থ কেলেঙ্কারিতে ফেঁসে যাচ্ছেন সুপারস্টার মহেশ বাবু

    অর্থ কেলেঙ্কারিতে ফেঁসে যাচ্ছেন সুপারস্টার মহেশ বাবু

    ২২ বাংলাদেশিসহ ৫০ অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ২২ বাংলাদেশিসহ ৫০ অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    কাতার পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

    কাতার পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

    গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ২৯

    গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ২৯

    টেকনাফে চেকপোস্টে পুলিশের ওপর হামলা, আহত ৩

    টেকনাফে চেকপোস্টে পুলিশের ওপর হামলা, আহত ৩

    কলকাতাকে টানা দ্বিতীয় হারের স্বাদ দিলো গুজরাট

    কলকাতাকে টানা দ্বিতীয় হারের স্বাদ দিলো গুজরাট