‘মেসিকে একেবারে না পাওয়ার চেয়ে একটু একটু পাওয়াও ভালো’

ইনজুরির কারণে প্রায় দুই মাস মাঠের বাইরে ছিলেন। শেষ পর্যন্ত ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেছেন আগের ম্যাচে এবং ফিরেই করলেন ২ গোল। তবে, বয়সের কারণে এখন মেসি আর আগের মত নেই। প্রায়ই ইনজুরিতে পড়ছেন।

এরই পরিপ্রেক্ষিতে ইন্টার মিয়ামি মেসিকে নতুন করে চিন্তা ভাবনা করছে। তাদের পরিকল্পনা হলো, ইনজুরির কারণে মেসিকে যদি একেবারেই পাওয়া না যায়! তার চেয়ে বরং তাকে কিছু সময়ের জন্য প্রতি ম্যাচে পাওয়া ভালো।

ইন্টার মিয়ামি কোচ জেরার্ডো মার্টিনো মেসিকে নিয়ে এ পরিকল্পনার কথা প্রকাশ করেন। মূলতঃ এমএলএসে সামনে খুবই ব্যস্ত সময় কাটাতে হবে ইন্টার মিয়ামিকে। এই সময়ে মেসিকে যেন পুরোপুরি পাওয়া, সে জন্য নতুন পরিকল্পনা সাজাতে হচ্ছে মার্টিনোকে।

শনিবার রাতেই ফিলাডেলপিয়া ইউনিয়নের বিপক্ষে জোড়া গোল করেছিলেন মেসি। ইন্টার মিয়ামি জয় পেয়েছিলো ৩-১ ব্যবধানে। বাকি গোলটিতেও অ্যাসিস্ট ছিল আর্জেন্টাইন তারকার। মাঠে পুরোটা সময় (সব মিলিয়ে ১০৫ মিনিট) খেলেছেন তিনি। যদিও খেলার সময় মেসিকে ক্লান্ত দেখা যায়নি। তবে, ম্যাচ শেষে কোচ মার্টিনো স্বীকার করেন, মেসি খুবই ক্লান্ত হয়ে পড়েছেন।

মেসি এমন একটা সময়ে ফিরে এসেছেন, যখন এমএলএস ক্যালেন্ডারে মিয়ামির অবস্থান খুবই গুরুত্বপূর্ণ অবস্থায় রয়েছে। এ মুহূর্তে মিয়ামি ইস্টান কনফারেন্সের পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। এখন তাদের বড় লক্ষ্য এমএলএস কাপ জয় করা।

এ জন্য মিয়ামির মূল চিন্তা হলো, তাদের তারকা ফুটবলারকে পুরোপুরি ফিট রাখা এবং প্লে-অফের আগে তার ওপর খুব বেশি চাপ তৈরি না করা। অক্টোবরের ২৩ তারিখ থেকে প্লে-অফ শুরু হওয়ার কথা।

আগামী কয়েকদিনে বেশ ব্যস্ত সূচি রয়েছে ইন্টার মিয়ামির। লক্ষ্যপানে পৌঁছাতে হলে এখন মেসির ফিটনেস ঠিক রাখার দিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে মিয়ামিকে। আজ রাতেই আটলান্টা ইউনাইটেডের মুখোমুখি হওয়ার কথা মিয়ামির। এরপর শনিবার নিউইয়র্কে গিয়ে এনওইসিএফসি’র বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে।

ব্যস্ত সূচির মাঝে মেসিকে ফিট রাখার লক্ষ্যে কোচ মার্টিনো রোটেশন পদ্ধতিতে একাদশ সাজানোর কথা ভাবছেন। যাতে মেসিকে হয়তো ম্যাচের পুরোটা সময় খেলাবেন না তিনি। মার্টিনো বলেন, ‘লিও খুবই ভালো আছে। আগের ম্যাচটা ভালোভাবেই সম্পন্ন করেছে সে। তবে সত্যি বলতে সে খুব ক্লান্ত।’

তিনি আরও বলেন, ‘পুরো ৯০ মিনিট সত্যিই দীর্ঘ একটা সময়। যদিও বেশ ভালোয় ভালোয় শেষ হয়েছে সময়টা। এরপরের দুই ম্যাচের জন্যই তাকে সফর করতে হবে। সে খেলবে। তবে, এক সপ্তাহের ব্যবধানে তিনটি ম্যাচ, যার মধ্যে সফরও রয়েছে। সব মিলিয়ে আমরা বিষয়টাকে খুব ভালোভাবেই মাথায় নিয়েছি এবং এ নিয়ে ভাবছি।’

মার্টিনো আরও বলেন, ‘যেখানেই মেসি থাকুক, আমরা সব সময় তাকে মিস করবো। সুতরাং, আমরা এ মুহূর্তে খুব খুশি যে, তিনি দলে ফিরে এসেছেন এবং আমাদের সঙ্গে আছেন। আমরা দলে তার পরিবর্তন চাই না। কারণ, একক ব্যক্তি হিসেবে তার পরিবর্তন সম্ভব না কখনো। তবে আমরা চেষ্টা করছি, দল হিসেবে তার অনুপস্থিতির ঘাটতি পুষিয়ে নিতে।’

  • Rofiq Kazi

    Related Posts

    সাবলেটে থাকা নারী বহিরাগত এনে বাসায় চালালেন লুটপাট, নিয়ে গেলেন শিশুকেও

    রাজধানীর আজিমপুরে বাসায় দিনদুপুরে লুটপাট চালিয়ে একটি ফুটফুটে শিশুকেও নিয়ে গেছে ডাকাতরা। রাজধানীর আজিমপুরে ফারজানা আক্তার নামে এক নারীর বাসায় সাবলেটে থাকা আরেক নারী তিনজন ব্যক্তি নিয়ে হানা দিয়ে লুটপাট…

    Continue reading
    স্পেনে বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১০

    স্পেনের উত্তর-পূর্বাঞ্চলীয় জারাগোজায় একটি বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জনের প্রাণহানি হয়েছে। স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে আরব নিউজ জানিয়েছে, শুক্রবার (১৫ নভেম্বর) স্থানীয় সময় ভোরে জারাগোজার ভিলা ফ্রাঙ্কা…

    Continue reading

    সাবলেটে থাকা নারী বহিরাগত এনে বাসায় চালালেন লুটপাট, নিয়ে গেলেন শিশুকেও

    সাবলেটে থাকা নারী বহিরাগত এনে বাসায় চালালেন লুটপাট, নিয়ে গেলেন শিশুকেও

    স্পেনে বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১০

    স্পেনে বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১০

    নেতাকর্মীদের খোলার মাঠে রেখে পালিয়ে যান শেখ হাসিনা: সারজিস আলম

    নেতাকর্মীদের খোলার মাঠে রেখে পালিয়ে যান শেখ হাসিনা: সারজিস আলম

    স্যামসন–তিলকের ব্যাটে ‘মহাপ্রলয়’,ভারতের বড় জয়

    স্যামসন–তিলকের ব্যাটে ‘মহাপ্রলয়’,ভারতের বড় জয়

    ‘আমার হাতে আর মাত্র ১০ বছর রয়েছে’

    ‘আমার হাতে আর মাত্র ১০ বছর রয়েছে’

    মালয়েশিয়ায় পাসপোর্ট নবায়ন বন্ধ, ভোগান্তিতে প্রবাসীরা

    মালয়েশিয়ায় পাসপোর্ট নবায়ন বন্ধ, ভোগান্তিতে প্রবাসীরা

    রাজশাহীতে বাসচাপায় নিহত ২

    রাজশাহীতে বাসচাপায় নিহত ২

    ২৪ ঘণ্টায় ২৮ ফিলিস্তিনিকে হত্যা

    ২৪ ঘণ্টায় ২৮ ফিলিস্তিনিকে হত্যা

    রাস উৎসবে কুয়াকাটায় পর্যটকদের ঢল

    রাস উৎসবে কুয়াকাটায় পর্যটকদের ঢল

    একাই ১০ উইকেট নিলেন ভারতীয় পেসার

    একাই ১০ উইকেট নিলেন ভারতীয় পেসার