
হাবিবুর রহমান মুন্না।।
কুমিল্লার মুরাদনগর উপজেলার কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের জোরপূর্বক রাজনৈতিক মিছিলে নেয়ার অভিযোগে পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীরা।
রবিবার সকাল ১১টায় উপজেলা সদরের আল্লাহ চত্বরে অনন্তত ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল শেষে শিক্ষার্থীরা জানায়, গত ৩১ এপ্রিল কাজী নোমান আহম্মেদ ডিগ্রি কলেজের কিছু শিক্ষার্থীকে মিথ্যা তথ্য দিয়ে একটি রাজনৈতিক কর্মসূচিতে নিয়ে যাওয়া হয়। সেখানে উপস্থিত থেকে অন্তরবর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগের দাবি জানানো হয়। যা অত্যন্ত দুঃখজনক ও বিভ্রান্তিকর।
তারা আরো জানান, ঐ কর্মসূচির সাথে কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পৃক্ততা ছিল না। প্রকৃত ঘটনা গোপন রেখে ভুল তথ্য দিয়ে সেখানে শিক্ষার্থীদের নিয়ে যাওয়া হয়েছিলো।
এ সময় তারা শিক্ষার্থীদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার থেকে বিরত থাকার পাশাপাশি, রাজনীতিমুক্ত ও নিরাপদ শিক্ষা ব্যবস্থার দাবি জানান।
এদিকে বেলা ১২টার দিকে ওই বিক্ষোভ মিছিলের প্রতিবাদে পাল্টা বিক্ষোভ মিছিল করেন কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজের শিক্ষার্থী সহ সাধারণ শিক্ষার্থী ও উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিল থেকে জানানো হয়, বেলা ১১ টায় কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজের ব্যানারে যে বিক্ষোভ মিছিল করা হয়েছে সেখানে ওই কলেজের কোন শিক্ষার্থী ছিল না। বহিরাগত কিছু শিক্ষার্থীদের এনে কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজের শিক্ষার্থী বলে মিথ্যাচার ছড়াচ্ছে একটি মহল।
এ বিষয়ে কাজী নোমান আহমেদ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: ছাত্তার মিয়া বলেন, আজকে কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি ছিল সেখানে শিক্ষার্থীরা অংশ নিয়েছে। আমার জানা মতে আমাদের কলেজ থেকে কোন শিক্ষার্থী কলেজের বাইরে যায়নি।