মিরপুরে প্রাইভেট কারে এসে ৬ দোকান ও বাসায় চুরি

রাজধানীর মিরপুর ১০ নম্বরের বেনারসি পল্লী এলাকায় ছয়টি দোকান ও দুটি বাসায় চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের অবহেলার অভিযোগ উঠেছে।

এ বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, এটি ডাকাতির ঘটনা নয়, কয়েকটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত করতে কাজ করা হচ্ছে।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, শুক্রবার ভোর রাত ৪টা ২০ মিনিটে একটি প্রাইভেটকার থেকে তিন ব্যক্তি নেমে ‘মা মনি’ স্টোর নামে একটি মুদি দোকানের সামনে আসে। প্রথমে তারা দোকানের তালা কেটে চলে যায়। পরে আবার ফিরে এসে শাটার খুলে নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে গাড়িতে তোলে। একই কৌশলে পাশের তিনটি দোকান ও দুটি বাসায় চুরি করে সংঘবদ্ধ চক্রটি।

‘মা মনি’ স্টোরের মালিক আরমান হোসেন বলেন, শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে এসে দেখি শাটার লাগানো, কিন্তু তালা ভাঙা। ক্যাশ বাক্স ও মালামাল উধাও। একই অভিযোগ করেছেন পাঞ্জাবির দোকান মালিক আরিফুল ইসলাম ও সালমান বিরিয়ানি হাউসের মালিক রুবেল মিয়াও।

দোকানি রুবেল মিয়া বলেন, দোকানে ডাকাতির ঘটনায় থানায় অভিযোগ দিয়েছি। পুলিশ এসে আলামত সংগ্রহ করেছে, ২৮ বছর ধরে এখানে ব্যবসা করছি এমন ঘটনা কখনও ঘটেনি। নগদ টাকাসহ প্রায় দেড় লাখ টাকার মালপত্র নিয়ে গেছে।

তিনি আরও বলেন, ২৮ বছর ধরে একই ঠিকানায় দোকান করছি। এ ধরনের দুর্ধর্ষ ঘটনা কখনো ঘটেনি। নগদ টাকাসহ দেড় লাখ টাকার মালপত্র নিয়ে গেছে। দোকানের সামনের একটি ভবনের দোতলায় আমার বাসা। রাত সোয়া ১২টার দিকে দোকান বন্ধ করে গিয়েছিলাম। যে কায়দায় দোকানে চুরি করেছে তা অবিশ্বাস্য। আমরা নিরাপত্তাহীনতায় রয়েছি। জড়িতরা শনাক্ত হোক। প্রশাসন নিরাপত্তা নিশ্চিত করুক।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, চোর চক্রের তিন সদস্যের একজনের পায়ে কেডস এবং পরনে সবুজ স্যুট। প্রথমে সে আশপাশে নজর রাখেন এরপর তার দুই সঙ্গী দোকানে ঢুকে মালপত্র বের করে আনেন। তাদের হাতে ধারালো অস্ত্র ছিল।

এদিকে পুলিশ সূত্রে জানা গেছে, মিরপুর ও আশপাশের এলাকায় ছিনতাই রোধ ও দুষ্কৃতকারীদের ধরতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

ভুক্তভোগীরা জানান, সম্প্রতি মিরপুর এলাকায় ছিনতাই ও ডাকাতির ঘটনায় ব্যবসায়ী ও এলাকাবাসী পক্ষ থেকে একাধিকবার পুলিশের সহযোগিতা চাওয়া হয়। বিশেষ করে মধ্যে রাত থেকে ভোর পর্যন্ত পুলিশের টহল বাড়ানের আবেদন করেছেন বাসিন্দা।

থানা সূত্রে জানা গেছে, দোকান ও বাসাবাড়িতে চুরির ঘটনায় এখন পর্যন্ত কোনও মামলা হয়নি।

এ বিষয়ে ওসি নজরুল ইসলাম বলেন, ‘ভুক্তভোগীদের একাধিকবার মামলা করতে অনুরোধ করা হয়েছে। তারা মামলা করবেন না। তারা বলছে চাচ্ছেন, তেমন কোনও কিছু চুরি হয়নি। তাই মামলা করবেন না। তবুও বিষয়টি নিয়ে আমরা তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনতে কাজ করছি।’

  • Related Posts

    ৪ ঘণ্টা পর থামলো ঢাকা কলেজ ও সিটি কলেজের সংঘর্ষ

    চার ঘণ্টা ধরে চলমান ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ থেমেছে। এরপরই সায়েন্সল্যাবে যান চলাচল স্বাভাবিক হয়। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় উভয় কলেজের শিক্ষার্থীরা সড়ক ছেড়ে…

    Continue reading
    ট্রাম্পের নীতির প্রভাব যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ধস,ডলারের দাম ৩ বছরে সর্বনিম্ন

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান জেরোম পাওয়েলের বিরুদ্ধে নতুন করে আক্রমণ শুরুর জেরে বিনিয়োগকারীদের আস্থার সংকট বেড়েছে। ফলে ধস নেমেছে মার্কিন শেয়ারবাজার ও ডলারের দামে। সোমবার (২১…

    Continue reading

    ৪ ঘণ্টা পর থামলো ঢাকা কলেজ ও সিটি কলেজের সংঘর্ষ

    ৪ ঘণ্টা পর থামলো ঢাকা কলেজ ও সিটি কলেজের সংঘর্ষ

    ট্রাম্পের নীতির প্রভাব যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ধস,ডলারের দাম ৩ বছরে সর্বনিম্ন

    ট্রাম্পের নীতির প্রভাব যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ধস,ডলারের দাম ৩ বছরে সর্বনিম্ন

    কুমিল্লায় কাভার্ড ভ্যানচাপায় যুবক নিহত, উত্তেজনা ছড়ায় এলাকাজুড়ে

    কুমিল্লায় কাভার্ড ভ্যানচাপায় যুবক নিহত, উত্তেজনা ছড়ায় এলাকাজুড়ে

    ১৩ মিনিটেই গোল পাল্টা গোল

    ১৩ মিনিটেই গোল পাল্টা গোল

    অর্থ কেলেঙ্কারিতে ফেঁসে যাচ্ছেন সুপারস্টার মহেশ বাবু

    অর্থ কেলেঙ্কারিতে ফেঁসে যাচ্ছেন সুপারস্টার মহেশ বাবু

    ২২ বাংলাদেশিসহ ৫০ অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ২২ বাংলাদেশিসহ ৫০ অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    কাতার পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

    কাতার পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

    গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ২৯

    গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ২৯

    টেকনাফে চেকপোস্টে পুলিশের ওপর হামলা, আহত ৩

    টেকনাফে চেকপোস্টে পুলিশের ওপর হামলা, আহত ৩

    কলকাতাকে টানা দ্বিতীয় হারের স্বাদ দিলো গুজরাট

    কলকাতাকে টানা দ্বিতীয় হারের স্বাদ দিলো গুজরাট