
ভারতের জনপ্রিয় সিনেমার পরিচালক মানসমুকুল পাল নতুন একটি সিনেমা তৈরির ঘোষণা দিয়েছেন। এ সিনেমায় নায়ক ও নায়িকার চরিত্রে অভিনয়ের জন্য তার প্রথম পছন্দ মিঠুন চক্রবর্তী ও দেশের জনপ্রিয় অভিনেত্রী আফসানা মিমি।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, নতুন সিনেমায় তার পছন্দের নায়ক ও নায়িকা অভিনয়ের জন্য রাজি না হলে সিনেমাই তৈরি করবেন না পরিচালক মানস।
সংবাদমাধ্যমে তিনি বলেন,
খুব তাড়াতাড়ি বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা রয়েছে আমার। ওপার বাংলায় গিয়ে সবার আগে নায়িকার সঙ্গে দেখা করবো। নতুন সিনেমা নিয়ে কথাও বলবো।
নতুন সিনেমা প্রসঙ্গে মানস আরও বলেন, দীর্ঘ বিরতির পর ফিরছি। আসলে মনের মতো সিনেমা না পেলে তা তৈরির তাগিদ পাই না।
সিনেমার গল্প প্রসঙ্গে পরিচালক জানান, নিজের গল্প নিয়ে একটি চিত্রনাট্য তৈরি হয়েছে। টানটান নাটকীয়তায় ভরপুর সে চিত্রনাট্যে অভিনয়শিল্পীরা অভিনয়ের জন্য সময় দিলেই শুটিং শুরু হবে।
সংবাদমাধ্যমে এ পরিচালক জানান,
শুধু বাংলাদেশের অভিনেত্রীর সঙ্গে দেখা করার জন্য নয়, জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদের গল্প নিয়েও কাজ করতে চান তিনি। এ কারণে বাংলাদেশের কিছু অঞ্চল ঘুরে দেখারও প্ল্যান রয়েছে তার।
প্রসঙ্গত, ভারত ও বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক এখনও স্বাভাবিক না হওয়ায় বিচলিত নন পরিচালক। তিনি মনে করেন, সিনেমার সব প্ল্যান ও প্রযোজনার কাজ গুছিয়ে আনার সময়টাতে পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠবে। তবে তার টেনশন কাজ করছে মিঠুন ও মিমিকে নিয়ে। এ দুই অভিনয়শিল্পী রাজি না হলে পুরো সিনেমার কাজটিই বন্ধ করে দেবেন বলে জানিয়েছেন পরিচালক মানসমুকুল পাল।