মালয়েশিয়ার পেনাং রাজ্যে একটি নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে এক বাংলাদেশি শ্রমিকের (২২) মৃত্যু হয়েছে। তার নাম-পরিচয় জানা যায়নি।
সোমবার (২১ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে পেনাং রাজ্যের পুলাও পেনাংয়ে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ওই বাংলাদেশি শ্রমিক নির্মাণাধীন ভবনের ছাদের কাঠামো খোলার কাজ করছিলেন। এসময় ১৮ মিটার উঁচু থেকে নিচের গর্তে পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
বুধবার (২৩ অক্টোবর) পেনাং রাজ্যের পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য বিভাগের (জেকেকেপি) পরিচালক হাইরোজি আসরি এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিবৃতিতে বলা হয়, নিহত বাংলাদেশি একটি সাব-কন্ট্রাক্টর কোম্পানির সাধারণ কর্মী ছিলেন।
এতে আরও বলা হয়, নিহত শ্রমিকের নিয়োগকর্তাকে ঘটনার কারণ ব্যাখ্যা করে একটি অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।