মালয়েশিয়ায় তাক লাগানো প্রবাসী উদ্যোক্তার গরুর খামার

বিশ্বে ছড়িয়ে থাকা প্রবাসীরা নিজগুণে সোনার বাংলাদেশকে পরিচিতি করছেন। কাজের পাশাপাশি হচ্ছেন উদ্যোক্তা। পাচ্ছেন খ্যাতিও। দক্ষিণ পূর্ব এশিয়ার উদীয়মান অর্থনীতির দেশ মালয়েশিয়া। দেশটিতে প্রায় ১৫ লাখ বাংলাদেশির বসবাস। মালয়েশিয়া-বাংলাদেশ সরকারের বিরাজমান সুসম্পর্কের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা সফলতা অর্জন করছেন কর্মক্ষেত্রে।

এমনই একজন প্রবাসী বাংলাদেশি এবং মালয়েশিয়ান নাগরিকের যৌথ উদ্যোগে রাজধানী কুয়ালালামপুর শহর থেকে ৬৫ কিলোমিটার দূরে সেলাঙ্গর রাজ্যের বানতিং এলাকায় গড়ে তুলেছেন আধুনিক পদ্ধতিতে তাইয়্যিব রেঞ্চ নামে আধুনিক গরুর খামার। ২০২২ সালের শুরু থেকে বিশ্ব বিখ্যাত আমেরিকান ব্রাহমাসহ বিভিন্ন উন্নত জাতের গরুর খামার করে তাক লাগিয়ে দিয়েছেন বাংলাদেশি এ উদ্যোক্তা।

নয়নাভিরাম প্রাকৃতিক সুন্দর পাম বাগানের মাঠে গড়ে তুলেছেন বিশ্ব বিখ্যাত কয়েক শতাধিক গরু নিয়ে একটি খামার। মালয়েশিয়ান ও প্রবাসী বাংলাদেশিরা খামার দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন।

মালয়েশিয়ান কমিউনিটির রীতি অনুযায়ী এই খামারের গরু প্রদর্শন, গরু পছন্দ করে কোরবানির আগেই এসব গরু কেনার জন্য সম্প্রতি ‘কোরবান কার্নিভ্যাল’ তাইয়িব রেঞ্চ শুরু করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালয়েশিয়ান ও বাংলাদেশি কমিউনিটির নেতা। মালয়েশিয়ায় এই ধরনের ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজনে মালয়েশিয়ান ও প্রবাসীরা মুগ্ধ।

এখানে আগত মালয়েশিয়ান এবং বাংলাদেশিরা স্বপরিবারে বিভিন্ন প্যাকেজে কোরবানির জন্য গরু পছন্দ ও মূল্য পরিশোধ করার জন্য চুক্তিবদ্ধ হন। অনুষ্ঠানে আগত সব অতিথিদের বাংলাদেশি ও মালয়েশিয়ান খাদ্য সামগ্রী দিয়ে আপ্যায়ন করা হয়।

মালয়েশিয়ায় কোরবানির গরু কেনার জন্য সাধারণত কোনো গরুর হাট বাজার বসানো হয় না। স্বাভাবিকভাবে নির্দিষ্ট মসজিদ ও খামারে পশু কোরবানি করা হয়। খামারের মালিক ও ক্রেতার সমঝোতার ভিত্তিতে নির্দিষ্ট দিন, তারিখ নির্ধারণ করে গরু পছন্দ ও চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠান করা হয়ে থাকে।

এই প্রবাসীর খামারে রয়েছে সর্বনিম্ন এক লাখ টাকার দেশি গরু থেকে ১০ লাখ টাকার ১ হাজার কেজি ওজনের ব্রাহমা, ক্রস ব্রাহমা, বেলজিয়াম ব্লু, ফ্রান্সিস লেবুচিনি, ফিজিয়ান, ইন্দো-মালয়েশিয়ান প্রায় শতাধিক গরু। কোরবানির জন্য আদর্শ গরু উৎপাদনের লক্ষ্যে আধুনিক প্রযুক্তি ও অর্গানিক পদ্ধতি অবলম্বন করা হয়েছে।

আগামী ৩০ মে থেকে ৮ জুন পর্যন্ত রাজ্যের শাহ আলমে এই প্রথম তাইয়্যিব রেঞ্চ এর উদ্যোগে চলবে ১০ দিনব্যাপী কার্নিভ্যাল কোরবান মেলা। মেলায় প্রদর্শন করা হবে বিভিন্ন প্রজাতির গরু। যেখান থেকে পছন্দের গরু কেনা কোরবানি দেওয়ার ব্যবস্থাও থাকবে বলে জানিয়েছেন তাইয়্যিব রেঞ্চ এর কর্তৃপক্ষ।

এ বিষয়ে প্রবাসী ব্যবসায়ী নুর মোহাম্মদ ভূইয়া বলেন, আগামী কোরবানি উপলক্ষে কোরবানিসহ বিভিন্ন প্যাকেজের আওতায় ১ লাখ ১০ হাজারের ২০০ কেজির গরু থেকে শুরু করে ১০ লাখ টাকার ১ হাজার কেজি ওজনের বিদেশি উন্নত জাতের গরু এখানে পাওয়া যাবে। কোরবানির জন্য মালয়েশিয়ান স্থানীয় ও প্রবাসীরা এখনই গরু কিনে রাখতে পারে এবং চুক্তি অনুযায়ী কোরবানি পর্যন্ত যার দেখভাল করবে খামার কর্তৃপক্ষ।

খামারের গরু পালন ও ২৪ ঘণ্টা দেখাশোনার জন্য রয়েছে ট্রেনিংপ্রাপ্ত একদল তরুণ কর্মী। গরুর খাবারের তালিকায় রয়েছে খৈল, ভুসি, গাজর, শাকসবজি, অ্যাভোকাডোসহ বিভিন্ন ফলমূল। এজন্য গরুগুলো দেখতে অত্যন্ত দৃষ্টি নন্দন। প্রথম দেখাতেই যে কারোরই পছন্দ হবে। কর্মীরা দিনরাত কঠোর পরিশ্রম করায় মালিকও সফলতার মুখ দেখতে পারছেন।

নুর বলেন, এ খামারের সফলতা অর্জনে প্রবাসী বাংলাদেশি ও মালয়েশিয়ানরা এখন খামার স্থাপনে উদ্বুদ্ধ হবে এবং সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান।

  • Related Posts

    মাঝ আকাশে বিমানের ফ্লাইটে অক্সিজেন স্বল্পতা, জরুরি অবতরণ

    কেবিন প্রেসার কমে যাওয়া সংক্রান্ত সমস্যার কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যাংককগামী এক ফ্লাইট ঢাকায় ফিরে এসেছে। তবে ফ্লাইটে মোট কতজন যাত্রী ছিলেন তা জানা যায়নি। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে মিয়ানমারের…

    Continue reading
    বাংলাদেশে ভারত-পাকিস্তানপন্থি রাজনীতি চলবে না: নাহিদ ইসলাম

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘বাংলাদেশে ভারতপন্থি-পাকিস্তানপন্থি কোনো রাজনীতি করা চলবে না। আমরা বাংলাদেশকে সামনে রেখে, দেশের জনগণের স্বার্থকে সামনে রেখে রাষ্ট্রকে বিনির্মাণ করবো।’ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি)…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    মাঝ আকাশে বিমানের ফ্লাইটে অক্সিজেন স্বল্পতা, জরুরি অবতরণ

    মাঝ আকাশে বিমানের ফ্লাইটে অক্সিজেন স্বল্পতা, জরুরি অবতরণ

    বাংলাদেশে ভারত-পাকিস্তানপন্থি রাজনীতি চলবে না: নাহিদ ইসলাম

    বাংলাদেশে ভারত-পাকিস্তানপন্থি রাজনীতি চলবে না: নাহিদ ইসলাম

    চাঁদ দেখা গেছে, সৌদি আরবে রোজা শুরু শনিবার

    চাঁদ দেখা গেছে, সৌদি আরবে রোজা শুরু শনিবার

    ট্রাম্প-জেলেনস্কির বৈঠকের দিকে নজর ক্রেমলিনের

    ট্রাম্প-জেলেনস্কির বৈঠকের দিকে নজর ক্রেমলিনের

    কুমিল্লায় নেক্সেরা ফাউন্ডেশনের উদ্যোগে ম্যারাথন-২০২৫ অনুষ্ঠিত

    কুমিল্লায় নেক্সেরা ফাউন্ডেশনের উদ্যোগে ম্যারাথন-২০২৫ অনুষ্ঠিত

    ব্যর্থতার দায় নিয়ে বাটলারের পদত্যাগ

    ব্যর্থতার দায় নিয়ে বাটলারের পদত্যাগ

    বৃষ্টিতে বন্ধ আফগানিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচ, খেলা না হলে কে জিতবে

    বৃষ্টিতে বন্ধ আফগানিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচ, খেলা না হলে কে জিতবে

    পদত্যাগ করলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক

    পদত্যাগ করলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক

    মালয়েশিয়ায় ইএসকেএলের কার্যক্রম বন্ধের দাবি

    মালয়েশিয়ায় ইএসকেএলের কার্যক্রম বন্ধের দাবি

    নতুন বাংলাদেশ গড়ার এখনই সময়: নাহিদ

    নতুন বাংলাদেশ গড়ার এখনই সময়: নাহিদ