
বৈধ পাস বা পারমিট ছাড়া মালয়েশিয়ায় অবস্থান এবং এক কোম্পানির ভিসা নিয়ে অন্য কোম্পানিতে কাজ করাসহ অভিবাসন আইনের অধীনে বিভিন্ন অপরাধের অভিযোগে ১৬৫ বাংলাদেশিসহ ১৮৯ অভিবাসীকে আটক করা হয়েছে।
বুধবার (৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে জোহর রাজ্যের তামান সুরিয়া এলাকার একটি নির্মাণ প্রকল্পে এ অভিযান পরিচালনা করা হয়। যেখানে অংশ নেন আইন শৃঙ্খলাবাহিনীর ১২০ কর্মকর্তা।
জোহর অভিবাসন বিভাগের পরিচালক দাতুক মোহাম্মদ রুশদি মোহাম্মদ দারুস জানান, গত এক সপ্তাহের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে প্রথমে ২১৫ জনের কাগজপত্র যাচাই-বাছাই করা হয়।
এর মধ্যে ১৮৯ অভিবাসীর কাছে বৈধ নথি না থাকায় তাদের আটক করা হয়। আটকদের মধ্যে ১৬৫ জন বাংলাদেশি ছাড়াও ১৮ জন মিয়ানমার এবং ৯ জন ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন।
এ সময় আইন প্রয়োগকারী কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে নির্মাণস্থলের পিছনে গভীর ড্রেনে ঝাঁপ দেয়ায় ৩০ বছর বয়সী এক বাংলাদেশির পা ভেঙে যায়।
আটকদের জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় তামান সেতিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের সবাইকে পেকান নানাস ইমিগ্রেশন ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে বলে জানানো হয়।