মালয়েশিয়ার নেগারি সেম্বিলান রাজ্যের উত্তর-দক্ষিণ মহাসড়কের ২২৬.৫ কিলোমিটার উত্তরমুখী এলাকায় চারটি গাড়ির সংঘর্ষে মোহাম্মদ ইউসুফ আলী (৪৪) নামের এক বাংলাদেশিসহ তিনজন নিহত হয়েছেন। এছাড়া, গুরুতর আহত হয়েছেন ৬ জন।
বুধবার (১৫ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রেমবাউ জেলার পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট শাইক আবদ কাদের শাইক মোহাম্মদ।
এতে ঘটনাস্থলেই নিহত দুজন হলেন- লরি চালক মো. এসা দাহারিন (৭৩) এবং চালকের পাশে থাকা বাংলাদেশি মোহাম্মদ ইউসুফ আলী (৪৪)। অপর একজন, স্থানীয় নাগরিক টেরেন্স এনিজি ঝি ইয়াং (২১) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। যিনি কুয়ালালামপুরের সানওয়ে কলেজের ছাত্র ছিলেন।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, একটি মিতসুবিশি ফুসো লরি নিয়ে চালক মোহাম্মদ এসা দাহারিন (৭৩) আয়ের কেরোহ থেকে সেনাওয়াংয়ের দিকে বাম লেনে গাড়ি চালাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডান দিকের ধাতব বস্তুর সঙ্গে ধাক্কা লেগে বাম পাশে ছিটকে পড়ে। এসময় পেছনে থাকা একটি হোন্ডা সিটি গাড়ির সঙ্গে সংঘর্ষের ফলে পেছনে থাকা বিএমডব্লিউ ও টয়োটা ভায়োস গাড়ির পরপর সংঘর্ষ হয়।
পরে রেম্বাউ হাসপাতালে নেয়া হলে হোন্ডা সিটির যাত্রী মারা যান এবং গাড়িটির চালক ও এক নারীসহ আরও দুই যাত্রী গুরুতর আহত হন। হোন্ডা সিটির চালক এবং যাত্রীরা শিক্ষার্থী বলে ধারণা করা হচ্ছে।
এই দুর্ঘটনায়, বিএমডব্লিউ চালক ২৯ বছর বয়সি স্থানীয় নাগরিক এবং একজন গুরুতর আহত যাত্রীকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশ জানায়, মরদেহ তিনটি ময়নাতদন্ত করা হবে এবং সড়ক পরিবহন আইন (এপিজে) ১৯৮৭ এর ৪১ (১) ধারায় মামলাটি তদন্ত করা হচ্ছে।