
মালয়েশিয়ার কুয়ালালামপুরের বুকিত বিনতাং এলাকায় কয়েকটি অভিযাত রেস্তোরাঁয় অভিযান চালিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। এতে ১০ বাংলাদেশিসহ ৪৫ জন অভিবাসীকে আটক করা হয়েছে।
মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের ধরতে নিয়মিত অভিযান চালাচ্ছেন অভিবাসন বিভাগ। এরই ধারাবাহিকতায় শুক্রবার (১৮ এপ্রিল) রাত ১১টার দিকে কুয়ালালামপুরের জালান সুলতান ইসমাইল ও বুকিত বিনতাংয়ের আশেপাশের অন্তত ৮টি অভিজাত রেস্তোরাঁয় অভিযান চালানো হয়।
এরপর কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগ এক বিবৃতিতে জানায়, গোয়ান্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে প্রথমে ৬৮ জন অভিবাসীর কাগজপত্র যাচাই বাছাই করা হয়। এর মধ্যে ৪৫ জনের কাছে বৈধ কাগজপত্র না থাকায় তাদের আটক করা হয়। তাদেরকে পরবর্তী পদক্ষেপের জন্য বুকিত জলিল ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে।
আটক হওয়া ব্যক্তিদের মধ্যে ১০ বাংলাদেশি ছাড়াও ১৪ জন ইয়েমেনি, ৭ জন সিরীয়, ৪ জন পাকিস্তানি, ৪ জন মিশরীয়, ৩ জন ইন্দোনেশিয়ান এবং মিয়ানমার, আফগানিস্তান ও ফিলিপিন্সের একজন করে নাগরিক রয়েছেন। আটক হওয়াদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। শুধুমাত্র বলা হয়েছে, তাদের সবার বয়স ২৮ থেকে ৫০ বছরের মধ্যে।
কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফ জানান, ১৯৬৩ সালের ইমিগ্রেশন আইনের ১৯৫৯/৬৩ এর ৬(১)(সি) ধারার অধীনে বৈধ ভ্রমণনথি না থাকা এবং ১৯৬৩ সালের ইমিগ্রেশন বিধিমালার ৩৯(বি) ধারা লঙ্ঘন করে সামাজিক ভিজিট পাসের শর্ত ভঙ্গ করার অপরাধে তাদের আটক করা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে কুয়ালালামপুরের জালান বারাত, জালান মেলাতি ও জালান ইম্বি ও এর আশেপাশের ছয়টি আবাসিক ব্লকে অভিযান চালানো হয়। ওই অভিযানে অভিবাসন সংক্রান্ত বিভিন্ন অপরাধের অভিযোগে ১৬৫ বাংলাদেশিসহ মোট ৫০৬ জন অভিবাসীকে আটক করে অভিবাসন বিভাগ।