
দেশের সীমানা পেরিয়ে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের পরিচিতি তুলে ধরলেন মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে দেশটির ন্যাশনাল ইউনিভার্সিটিতে আয়োজিত বিভিন্ন দেশের নাগরিকদের উপস্থিততে বর্ষবরণ অনুষ্ঠান পরিণত হয় মিলনমেলায়।
নানা আয়োজনে বাংলা নববর্ষকে স্বাগত জানিয়েছেন মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা। বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তুলে ধরা হয় দেশীয় সংস্কৃতি। অংশগ্রহণকারীদের বর্ণিল সাজ আর আলপনায় দেশের সীমানা পেরিয়ে মালদ্বীপেও যেন ছড়ায় বাংলার আবহ।
বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মালদ্বীপের ন্যাশনাল ইউনিভার্সিটিতে বিভিন্ন দেশের নাগরিকদের উপস্থিততে বর্ষবরণ অনুষ্ঠানটি যেন পরিণত হয় মিলনমেলায়। বাঁশি আর ঢাকের তালে নাচগানে মাতেন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারাও।
তারা বলেন,
এই অনুষ্ঠানের দেশের বাইরে বাংলাদেশের সংস্কৃতিকে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। খুব আনন্দ লাগছে। মনে হচ্ছে এখানেই এক খণ্ড বাংলাদেশ।
অনুষ্ঠানে অংশ নেয়া বিভিন্ন দেশের নাগরিক ও বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নববর্ষের শুভেচ্ছা জানান বাংলাদেশ হাইকমিশনার (ভারপ্রাপ্ত) মো. সোহেল পারভেজ।
তিনি বলেন, ‘এখানে আসা সবাইকে স্বাগত জানাই। এ আয়োজনের পেছনে যারা কাজ করেছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।’
বাংলা বর্ষবরণ উৎসবের মধ্য দিয়ে ভিনদেশে দেশীয় কৃষ্টি সংস্কৃতি ছড়িয়ে দিচ্ছেন রেমিট্যান্স যোদ্ধারা। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছেও পৌঁছে দিচ্ছেন বাংলার ঐতিহ্যের বার্তা।