মানিকগঞ্জের শিবালয় উপজেলার বোয়ালী এলাকায় পোশাক শ্রমিক পরিবহন করা একটি বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১৯ জন।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বোয়ালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শিবালয় উপজেলার ঝিকুটিয়া গ্রামের বাতেনের স্ত্রী ফুলমতি (৩৫), একই উপজেলার তেওতা ইউনিয়নের মো. সাব্বির হোসেনের স্ত্রী সাবিনা আক্তার (২২) এবং নারায়ন তেওতা গ্রামের ইকবাল হোসেনের স্ত্রী বিথী আক্তার (৩৫)।
জানা যায়, প্রতিদিনের মতো কর্মী পরিবহনের একটি বাস তারাসীমা অ্যাপারেলস লিমিটেড নামে গার্মেন্টস কর্মীদের নিয়ে যাচ্ছিল। পথে শিবালয় উপজেলার বোয়ালী এলাকায় বাসটি পৌঁছালে আরিচাগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই নারী মারা যায়।
আহত অবস্থায় ২০ জনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন।
বরঙ্গাইল হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ ইব্রাহিম বলেন, সকালের দিকে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা গেছে।