ময়মনসিংহের ত্রিশালে জামালপুরের দেওয়ানগঞ্জগামী ‘ব্রহ্মপুত্র এক্সপ্রেস’ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ শুক্রবার রাত ৯টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে প্রায় এক ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ ছিল।
এর আগে ১ অক্টোবর ট্রেনটি ত্রিশালের ধলা এলাকায় লাইনচ্যুত হয়েছিল। ওই দিন উদ্ধার কার্যক্রম শেষে সাড়ে আট ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছিল। ১১ দিনের মাথায় আবারও একই ট্রেনের লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটল।
রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরের দেওয়ানগঞ্জগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি ত্রিশালের ফাতেমানগর স্টেশনে থেমে ছিল। এ সময় অন্য একটি ট্রেন পার হয়ে যায়। এরপর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি ছাড়ার সময় একটি বগির চাকা লাইনচ্যুত হয়।
ফাতেমানগর রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার মো. আলমগীর হোসেন বলেন, আজ রাত ৯টা ৪০ মিনিটের দিকে স্টেশনের প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাওয়ার সময় ট্রেনের একটি বগির চাকা লাইনচ্যুত হয়। বগির ট্রলির সমস্যার কারণে এটি হতে পারে।
স্টেশনমাস্টার জানান, রাত ১০টা ৫০ মিনিটে পেছনের তিনটি বগি রেখে ট্রেনটি ময়মনসিংহ রেলস্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়। ফাতেমানগর স্টেশনের একটি লাইনে ওই তিনটি বগি থাকলেও ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানান তিনি।
‘ব্রহ্মপুত্র এক্সপ্রেস’ ট্রেন বারবার দুর্ঘটনার কবলে পড়া সম্পর্কে ময়মনসিংহ রেলওয়ে পরিবহন বিভাগের পরিদর্শক মো. শাহীনুর ইসলাম বলেন, আগের ঘটনা ও বর্তমান ঘটনা ভিন্ন। আগের দুর্ঘটনাটি চলন্ত অবস্থায় হয়েছিল। আজ ট্রেনটি অন্য ট্রেনকে ক্রসিং দিয়ে স্টেশন ত্যাগ করার সময় লাইনচ্যুত হয়। ধারণা করা হচ্ছে, ট্রেনের ট্রলি সমস্যার কারণে আজকের ঘটনা হতে পারে। তদন্ত শেষে বিস্তারিত বলা সম্ভব হবে।