
কিশোরগঞ্জের ভৈরব এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে মিজান (৪১) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন নিয়েছেন।
শুক্রবার (১৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সুলেমানপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মিজান মিয়া শ্রীনগর ইউনিয়নের সুলেমানপুর গ্রামের ময়দর মুন্সি বাড়ির রবিউল্লাহ মিয়ার ছেলে।
এলাকাবাসী জানান, গত মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকালে পার্শ্ববর্তী সাদেকপুর ইউনিয়নের মৌটুপী গ্রামের দুপক্ষের সংঘর্ষ ঘটে। এ সময় আহত হয় প্রায় অর্ধশত লোক। এ ঘটনার জের ধরে ভবানীপুর গ্রামের বধুর গোষ্ঠীর বাদশা মিয়ার সঙ্গে সুলেমানপুর ময়দর মুন্সি গোষ্ঠীর মিজান মিয়ার গত বুধবার রাতে কথা কাটাকাটি হয়। বিবাধ মেটানোর লক্ষে শুক্রবার (১৮ এপ্রিল) সকালে সালিশি বৈঠক চলাকালে বধুর গোষ্ঠীর বাদশা মিয়ার লোকজন ময়দর মুন্সির বাড়ির মিজান মিয়ার ওপর হামলা করলে উভয়পক্ষই সংঘর্ষে জড়ালে মিজান গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভৈরব-কুলিয়ারচর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. নাজমুস সাকিব বলেন, ‘ভবানীপুরে আগে একটি সংঘর্ষ হলে শুক্রবার সকালে এই নিয়ে গ্রামের লোকজন একটি সালিশি দরবারে বসে। সালিশি দরবারে এখানকার কিছু লোক উস্কানিমূলক আচরণ করলে এই নিয়ে দুই বংশের লোকজন আবার সংঘর্ষে জড়ায়। এতে টেটার আঘাতে একজন নিহত হয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’