মাদ্রিদ ডার্বিতে শেষ মুহূর্তে গোল হজম করে পয়েন্ট হারানোর পর চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে লিলের কাছেও হেরেছে রিয়াল মাদ্রিদ। কঠিন সপ্তাহটা পেছনে ফেলতে একটা জয় দরকার ছিল লস ব্লাঙ্কোদের। ভিয়ারিয়ালের বিপক্ষে জয়ের ধারায় ফেরার দিনে দুর্দান্ত গোল করে নায়ক হয়েছেন ফেদে ভালভার্দে এবং ভিনিসিউস জুনিয়র। তবে জয়ের দিনে অস্বস্তি হয়ে এসেছে দানি কার্ভাহালের আঘাত।
শনিবার (৫ সেপ্টেম্বর) সান্তিয়াগো বের্নাব্যুতে লা লিগার খেলায় ভিয়ারিয়ালকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধে ফেদে ভালভার্দের গোলে এগিয়ে যায় রিয়াল। দ্বিতীয়ার্ধে লস ব্লাঙ্কোদের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন ভিনিসিউস জুনিয়র।
এই জয়ে পয়েন্টের দিক দিয়ে বার্সেলোনাকে ছুঁয়ে ফেলেছে রিয়াল মাদ্রিদ। গোল ব্যবধানে পিছিয়ে দুইয়ে থাকা রিয়াল অবশ্য একটি ম্যাচ বেশি খেলেছে।
ঘরের মাঠে বলের দখলে এগিয়ে থাকা রিয়াল পুরো ম্যাচে ১১টি শট নিয়ে মাত্র ২টি লক্ষ্যে রাখতে পেরেছে। তবে তাতেই শতভাগ সাফল্য পেয়েছে তারা।
প্রথমার্ধের চতুর্দশ মিনিটে প্রথম গোলের দেখা পায় রিয়াল। লুকা মদ্রিচের নিচু ক্রস ধরে ডি-বক্সের অনেক বাইরে থেকে বুলেট গতির শট নেন ভালভার্দে। দুই দলের খেলোয়াড়দের মাঝ দিয়ে বল জালে জড়ায়।
উরুগুয়ের তারকার মতো ভিনিসিউসের গোলটিও এসেছে দূরপাল্লার দারুণ শটে। ৭৩ মিনিটে তার জোরাল শট ওপরের কোণা দিয়ে জালে জড়ায়।
তবে ম্যাচের শেষটা সুখকর হয়নি রিয়ালের জন্য। যোগ করা সময়ে বল ক্লিয়ার করতে গিয়ে পায়ে মারাত্মক আঘাত পান রাইটব্যাক দানি কার্ভাহাল। ব্যথায় কাতরতে থাকেন তিনি। শেষ পর্যন্ত কাঁদতে কাঁদতে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন। ধারণা করা হচ্ছে বড় ধরনের ইনজুরিতে পড়েছেন তিনি।
৯ ম্যাচে ৬ জয় ও ৩ ড্রয়ে ২১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ কম খেলা বার্সেলোনার পয়েন্টও সমান। ভিয়ারিয়ালও ৯ ম্যাচ খেলে ১৭ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে।