ভারতের উড়িষ্যায় দুই যাযাবর গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে পাঁচজন নিহত এবং চারজন গুরুতর আহত হয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৯ অক্টোবর) গভীর রাতে সুন্দরগড় জেলার করমাডিহি গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে সংঘর্ষের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।
পুলিশের বরাতে বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, নিহতদের সবাই প্রতিপক্ষ গোষ্ঠীর ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারান। তাদের মধ্যে তিনজন নারীও রয়েছেন।
সুন্দরগড়ের পশ্চিম রেঞ্জের ডিআইজি ব্রিজেশ রায় জানিয়েছেন, আহত চারজনকে সুন্দরগড় জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রাথমিক তদন্তে জানা যায়, প্রতিপক্ষ গোষ্ঠীর কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে গ্রামে প্রবেশ করে এবং অন্য গোষ্ঠীর লোকদের ওপর আক্রমণ চালায়।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের গ্রেফতারে দুটি বিশেষ দল গঠন করা হয়েছে। ঘটনাস্থলে ফরেনসিক দল এবং ডগ স্কোয়াডও উপস্থিত রয়েছে।