ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার দীগলবাঘ সীমান্ত এলাকায় বাংলাদেশের নাগরিক মো. রেজাউল করিম কাঁটাতার পার হয়ে ভারতের সীমান্তে মৃত্যুবরণ করেন। ঘটনার দুদিন পর শনিবার দুপুরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তার লাশ হস্তান্তর করেছে।
ভারতে রেজাউলের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হলেও বাংলাদেশে ফের সুরতহাল ও ময়নাতদন্ত করে মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধান করা হবে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিএসএফের তথ্য মতে, ২৪ অক্টোবর সন্ধ্যায় ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার দীগলবাঘ সীমান্তের পিলার ১১৩৮/৪-এস-এর কাছে ৭ বাংলাদেশি কাঁটাতার পেরিয়ে আনুমানিক ১৫০ গজ ভারতের অভ্যন্তরে প্রবেশ কনে। টহলরত বিএসএফ সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে ৬ জন পালাতে সক্ষম হলেও রেজাউল একটি কালভার্ট থেকে পড়ে পানিতে তলিয়ে যান। বিএসএফ সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারে ভর্তি করালে সেখানেই তার মৃত্যু হয়। শনিবার সকালে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এ তথ্য জানান।