ভারতের সঙ্গে অসম চুক্তির বিষয়ে আলোচনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

 অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, ভারতের সঙ্গে কিছু অসম চুক্তি করা হয়েছে। আগামী মাসে বিজিবি ও বিএসএফের মধ্যে ডিজি পর্যায়ে বৈঠক আছে, ওই বৈঠকে এসব বিষয়ে আলোচনা হবে।

https://b64c92007c3e7dc2dab899687e919b45.safeframe.googlesyndication.com/safeframe/1-0-40/html/container.htmlআমাদের মন্ত্রণালয় থেকে চিঠিও দিচ্ছি। যেগুলো অসম আছে সেগুলো কীভাবে সমাধান করা যায়, সে চেষ্টা করছি।    

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের শহীদ সাহাবুদ্দিন মিলনায়তনে সশস্ত্র বাহিনী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কৃষি মন্ত্রণালয়ের ময়মনসিংহ অঞ্চলের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।  

এসময় সাংবাদিদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, সীমান্তে এখন কোনো উত্তেজনা নেই, পরিস্থিতি এখন স্বাভাবিক। এখন আর কাঁটাতারের বেড়া নির্মাণ করছে না। পরিস্থিতি স্থিতিশীল আছে।  

পুলিশের ভূমিকা নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, পুলিশের তদন্ত পুলিশ করবে, এটা অন্য কোনো সংস্থার করার সুযোগ নেই। ট্রাইব্যুনালের তদন্তও পুলিশ বাহিনী করবে।  

তিনি বলেন, পুলিশ যেন আগের মতো উৎসাহ-উদ্দীপনা এবং তাদের কর্মদক্ষতা ফিরে পায়। এটা যেন তাড়াতাড়ি হয়, এটা যেন বিলম্বিত না হয়। আপনারা দোয়া করবেন।    

সার সংকট প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, এখন সারের কোনো সংকট নেই। আর যদি কেউ সারের কৃত্রিম সংকট তৈরি করার চেষ্ট করে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আর যে ডিলাররা এর সঙ্গে জড়িত হবে, আগামী মাস থেকে তাদের ডিলারশিপ থাকবে না। কোনো অবস্থাতেই তাদের ছাড় দেওয়া হবে না।  

এসময় কৃষকদের আশ্বস্ত করে সাংবাদিকদের তিনি বলেন, কৃষকরা অবশ্যই সার পাবে এবং ন্যায্য মূলেই পাবে। এটা আপনারা প্রচার করেন।

বিদেশি মিডিয়ার সমালোচনা করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিদেশি মিডিয়াগুলো অনেক সময় উল্টাপাল্টা অনেক খবর দিত। কিন্তু আমাদের মিডিয়াগুলো সত্যটা প্রকাশ করায় বিদেশি মিডিয়া এখন আর আমাদের নিয়ে অপপ্রচার করতে পারে না। এজন্য আমাদের সাংবাদিক ভাইদের অনেক, অনেক ধন্যবাদ। সবক্ষেত্রে সাংবাদিক ভাইয়েরা আমাদের সহযোগিতা করছেন, ভবিষ্যতেও আপনারা সহযোগিতা করবেন বলে আশা করি।  

মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ, রেঞ্জ ডিআইজি ড. মো. আশরাফুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার ইউসুফ আলী, ৭৭ বিগ্রেডের ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন হায়দার, ব্যাটল গ্রুপের কমান্ডার কর্নেল মাহমুদুল হাসান, ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম, পুলিশ সুপার কাজী আখতার উল আলমসহ চার জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, সেনাবাহিনী ও বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা স্থানীয় আইনশৃঙ্খলা ও কৃষিসহ অন্যান্য বিষয়ে আলোচনা করেন এবং যেসব সমস্যার কথা আলোচিত হয়েছে, সেই বিষয়গুলো তার মন্ত্রণালয় ছাড়াও অন্যান্য মন্ত্রণায়ের উপদেষ্টাদের জানানো হবে বলে জানান।

  • Related Posts

    ছাগলকাণ্ডে আলোচিত মতিউর রহমান ও তার স্ত্রী গ্রেফতার

    ছাগলকাণ্ডে আলোচিত এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমান এবং তার স্ত্রী লায়লা কানিজকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৫ জানুয়ারি) সকালে রাজধানীর ভাটারা এলাকা থেকে গোয়েন্দা পুলিশ তাদের গ্রেফতার করে। ডিবির মিডিয়া…

    Continue reading
    দক্ষিণ কোরিয়ায় অভিশংসিত প্রেসিডেন্ট ইউন গ্রেফতার

    দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইউলকে গ্রেফতার করেছে দেশটির তদন্তকারীরা। সামরিক শাসন জারির ব্যর্থ চেষ্টার অন্তত ছয় সপ্তাহ পরে এ ধরনের ঘটনা ঘটলো। জানা গেছে, স্থানীয় সময় বুধবার (১৫…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    ছাগলকাণ্ডে আলোচিত মতিউর রহমান ও তার স্ত্রী গ্রেফতার

    ছাগলকাণ্ডে আলোচিত মতিউর রহমান ও তার স্ত্রী গ্রেফতার

    দক্ষিণ কোরিয়ায় অভিশংসিত প্রেসিডেন্ট ইউন গ্রেফতার

    দক্ষিণ কোরিয়ায় অভিশংসিত প্রেসিডেন্ট ইউন গ্রেফতার

    সিটি মিনিস্টার পদ থেকে টিউলিপ সিদ্দিকের পদত্যাগ

    সিটি মিনিস্টার পদ থেকে টিউলিপ সিদ্দিকের পদত্যাগ

    রাঙ্গুনিয়ায় আইসক্রিম ফ্যাক্টরিতে আগুন, মালিকের দাবি পরিকল্পিত

    রাঙ্গুনিয়ায় আইসক্রিম ফ্যাক্টরিতে আগুন, মালিকের দাবি পরিকল্পিত

    ফেডারেশন কাপে জমে উঠেছে ‘এ’ গ্রুপের লড়াই

    ফেডারেশন কাপে জমে উঠেছে ‘এ’ গ্রুপের লড়াই

    শিল্পকলায় জমেছে সাধু মেলা, এসেছিলেন সংস্কৃতি এবং আইন উপদেষ্টা

    শিল্পকলায় জমেছে সাধু মেলা, এসেছিলেন সংস্কৃতি এবং আইন উপদেষ্টা

    প্রবাসীরা নিজস্ব ব্যাংক হিসাবে রেমিট্যান্স পাঠাতে পারবেন পরিচালনার নীতিমালা শিথিল

    প্রবাসীরা নিজস্ব ব্যাংক হিসাবে রেমিট্যান্স পাঠাতে পারবেন পরিচালনার নীতিমালা শিথিল

    ভারতের সঙ্গে অসম চুক্তির বিষয়ে আলোচনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

    ভারতের সঙ্গে অসম চুক্তির বিষয়ে আলোচনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

    টিউলিপকে সরে যেতে বলল যুক্তরাজ্যের দুর্নীতিবিরোধী জোট

    টিউলিপকে সরে যেতে বলল যুক্তরাজ্যের দুর্নীতিবিরোধী জোট

    শ্যামনগরে মোরগ লড়াই দেখতে মানুষের ভিড়

    শ্যামনগরে মোরগ লড়াই দেখতে মানুষের ভিড়