দুদিন আগেই রিয়াল মাদ্রিদকে হারিয়ে সুপার কাপ জিতল বার্সেলোনা। এই ফর্মের ধারাবাহিকতা তারা বজায় রেখেছে কোপা দেল রেতেও।
https://ec72843cd535986dfbe8ace1d3bb299a.safeframe.googlesyndication.com/safeframe/1-0-40/html/container.htmlসেখানে রিয়াল বেতিসের জালেও ৫ গোল দিয়েছে কাতালানরা। কোয়ালিফাই করেছে কোয়ার্টার ফাইনালে।
গতকাল রাতে অলিম্পিক স্টেডিয়ামে কোপা দেল রের শেষ ষোলোয় রিয়াল বেতিসকে ৫-১ ব্যবধানে হারিয়েছে হান্সি ফ্লিকের দল। প্রথমার্ধে দলকে গাভি এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন জুল কুন্দে। বিরতির পর গোল পান রাফিনিয়া, ফেরান তোরেস ও লামিনে ইয়ামাল। বেতিসের হয়ে একমাত্র গোলটি করেন ভিতো হকে।
এগিয়ে যেতে খুব বেশি সময় নেয়নি বেতিস। তৃতীয় মিনিটে ওলমোর পাস থেকে বক্সে বল নিয়ে জটলার মধ্যে লক্ষ্যভেদ করেন গাভি। ২৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কুন্দে। ইয়ামালের পাস পেয়ে বক্স থেকে ভলিতে জাল খুঁজে নেন ফরাসি এই ফরোয়ার্ড।
বিরতির পর আগের মতোই দাপট দেখিয়ে খেলতে থাকে বার্সেলোনা। ৫৮তম মিনিটে গোল পান রাফিনিয়া। নিজেদের অর্ধ থেকে বল টেনে নিয়ে বক্সে রাফিনিয়াকে খুঁজে নেন ইয়ামাল। কোনো ভুল না করে দারুণ ভলিতে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোলসংখ্যা হলো ২০টি। সতীর্থদের দিয়ে করিয়েছেন ১০টি।
কিছুক্ষণ পর ব্যবধান আরও বাড়ান বদলি না ফেরান তোরেস। ওলমোর পাস বেতিসের বক্সে নিয়ন্ত্রণে নিয়ে সহজ শটে জাল খুঁজে নেন স্প্যানিশ ফরোয়ার্ড। ৭৫তম মিনিটে বেতিসের জালে বল পাঠান ইয়ামাল। ফের্মিন লোপেসের পাস ধরে বক্স থেকে লক্ষ্যভেদ করেন তিনি। মুহূর্তেই লাইন্সম্যান অফসাইডের পতাকা তুলে। পরে ভিএআর দেখে সিদ্ধান্ত বদলান রেফারি। শেষদিকে পেনাল্টি থেকে স্বান্তনাসূচক গোলটি করেন রকে।