বৃষ্টিতে খেলা বন্ধ, জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন আরও ১৪৩ রান

লক্ষ্য বেশি না, মাত্র ১৮৫ রানের। ছোট লক্ষ্য তাড়ায় হাত খুলে খেলছে বাংলাদেশ। ৭ ওভার ব্যাট করে ৪২ রান তুলে ফেলেছেন দুই ওপেনার সাদমান ইসলাম ও জাকির হাসান। এর মধ্যে হঠাৎ মাঠে আলোর স্বল্পতা দেখা যায়। কিছুক্ষণ পরই রাওয়ালপিন্ডির আকাশ থেকে নামে বৃষ্টি। যে কারণে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার শেষ টেস্টের চতুর্থ দিনের খেলা আপাতত বন্ধ আছে।

বৃষ্টির আগে মারকুটে খেলেছেন জাকির। তিনি অপরাজিত আছেন ২৩ বলে ৩১ রান করে। সাদমান খেলছেন দেখেশুনে। ১৯ বলে ৯ রান করে উইকেটে আছেন তিনি। জয়ের জন্য বাংলাদেশের দরকার আর মাত্র ১৪৩ রান। ড্র করতে পারলে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের রেকর্ড করবে বাংলাদেশ।

সোমবার রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৭২ রানে অলআউট পাকিস্তান। নাহিদ রানা ও হাসান মাহমুদের তোপের মুখে মাত্র ৪৬.৪ ওভার ব্যাট করতে পেরেছে স্বাগতিকরা।

সোমবার রাওয়ালপিন্ডি টেস্টে ৯ রানে ২ উইকেট নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে পাকিস্তান। তখন স্বাগতিকদের লিড ছিল ১২ রানের।

দিনের শুরুতে দেখেশুনে ব্যাটিং করে পাকিস্তান। ৩৮ রানের জুটি করেন সাইম আইয়ুব ও শান মাসুদ। তাসকিন আহমেদ ২০ রান নিয়ে খেলা সাইমকে ফেরালে জুটি ভাঙে। ডানহাতি পেসারের ফুল লেন্থের বল মিড অফে ড্রাইভ করছিলেন সাইম। বাঁপাশে সামান্য ঝাঁপিয়ে পড়ে বল তালুবন্দি করেন নাজমুল হোসেন শান্ত। ৪৭ রানে তৃতীয় উইকেট হারায় পাকিস্তান।

দল চাপে থাকলেও স্বভাবসুলভ হয়ে ওয়ানডে মেজাজেই খেলছিলেন মাসুদ। সতর্কতার পাশাপাশি বাউন্ডারিও নিচ্ছিলেন তিনি। তবে পাকিস্তান অধিনায়কের বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তোলার তত্ত্ব বেশিক্ষণ কার্যকর হতে দেননি নাহিদ রানা। শর্ট লেন্থের বল দিয়ে মাসুদকে (৩৪ বলে ২৮) উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচ বানান টাইগার পেসার।

ব্যাক টু ব্যাক বোলিংয়ে এসে বাবরের উইকেটও তুলে নেন রানা। প্রথম স্লিপে সাদমান ইসলামের হাতের ক্যাচ হন বাবর (১৮ বলে ১১)।

এরপর সউদ শাকিলকে সাজঘরের পথ দেখান রানা। তাকে বিহাইন্ড দ্য উইকেটে লিটনের ক্যাচ বানিয়ে তৃতীয় শিকার তুলে নেন টাইগার পেসার। মাত্র ২ রান করে সাজঘরে ফেরেন পাকিস্তানের সহ-অধিনায়ক। ৮১ রানেই ৬ উইকেট হারায় স্বাগতিকরা।

এরপর পাকিস্তানকে টেনে নেন মোহাম্মদ রিজওয়ান। সালমান আলি আগাকে নিয়ে ৫০ রানের জুটি করেন তিনি। যে কারণে রিজওয়ান হয়ে ওঠেন বাংলাদেশের পথের কাঁটা। হঠাৎ জোড়া আঘাত করেন হাসান মাহমুদ।

ফিফটির দিকে (৭৩ বলে ৪৩) ছুটতে থাকা রিজওয়ানকে লিটনের ক্যাচ বানান হাসান। পরের বলেই নতুন ব্যাটার মোহাম্মদ আলিকে (১ বলে ০) শান্তর তালুতে বন্দি করেন টাইগার পেসার। ওভার শেষ হওয়ার কারণে হ্যাটট্রিক বল করতে পারেননি তিনি। সাকিব আল হাসানের ওভারকে স্যান্ডউইচ বানিয়ে পরের ওভারে বোলিং আসলেও হ্যাটট্রিক পাননি ডানহাতি পেসার।

এরপর আবরার আহমেদকে (১২ বলে ২) ইনিংসের চতুর্থ শিকার বানান রানা। তাকে শান্তর ক্যাচ বানান এই ডানহাতি।

পাকিস্তানের সর্বশেষ উইকেট শিকার করে ফাইফার পূর্ণ করেন হাসান। পঞ্চম উদযাপনে হাসানকে একটু সময় নিতে হলো। অন-ফিল্ড আম্পায়ার এলবিডব্লিউয়ের সিদ্ধান্ত দিলেও রিভিউ নেন মীর হামজা। তৃতীয় আম্পায়ারও জানালেন এটি আউট। হামজার (১০ বলে ৪) বিদায় নিশ্চিত হলে টেস্ট ক্যারিয়ারে প্রথম ফাইফার উদযাপন করেন হাসান। ৪৭ রানে অপরাজিত থাকেন সালমান আলি আগা।

বাংলাদেশের হয়ে হাসান মাহমুদ নেন ৫ উইকেট। আরেক পেসার নাহিদ রানা শিকার করেন ৪ উইকেট। বাকি ১ উইকেট নেন তাসকিন আহমেদ।

  • Related Posts

    দুপুরের মধ্যে পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস

    ঢাকাসহ দেশের পাঁচ বিভাগের ওপর দিয়ে দুপুরের মধ্যে ঝড় বয়ে যেতে পারে। তবে এই অবস্থার মধ্যেই দেশের কয়েকটি জেলায় প্রাণঘাতী বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা…

    Continue reading
    সংঘর্ষে ছাদ উড়ে যাওয়ার পরও বাস চালিয়ে গেলেন ড্রাইভার!

    ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পর পর কয়েকটি সংঘর্ষের পর উড়ে গেছে সায়দাবাদ থেকে ছেড়ে আসা বরিশাল এক্সপ্রেস নামের একটি বাসের ছাদ। তবে বাস না থামিয়ে ছাদবিহীন গাড়িটি কয়েক কিলোমিটার পথ চালিয়ে নিয়ে…

    Continue reading

    দুপুরের মধ্যে পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস

    দুপুরের মধ্যে পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস

    সংঘর্ষে ছাদ উড়ে যাওয়ার পরও বাস চালিয়ে গেলেন ড্রাইভার!

    সংঘর্ষে ছাদ উড়ে যাওয়ার পরও বাস চালিয়ে গেলেন ড্রাইভার!

    চাপাতি ঠেকিয়ে তরুণীর চেইন ও ব্যাগ ছিনতাই, ভিডিও ভাইরাল

    চাপাতি ঠেকিয়ে তরুণীর চেইন ও ব্যাগ ছিনতাই, ভিডিও ভাইরাল

    গাজায় একদিনে নিহত ৩২, ইয়েমেনে মার্কিন হামলা

    গাজায় একদিনে নিহত ৩২, ইয়েমেনে মার্কিন হামলা

    হবিগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪

    হবিগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪

    কুমিল্লায় রাতে পলিটেকনিক শিক্ষার্থীদের মশাল মিছিল

    কুমিল্লায় রাতে পলিটেকনিক শিক্ষার্থীদের মশাল মিছিল

    হায়দরাবাদকে সহজেই হারালো মুম্বাই

    হায়দরাবাদকে সহজেই হারালো মুম্বাই

    ইউরোপা লিগ অতিরিক্ত সময়ে ৫ গোল, অবিশ্বাস্য জয়ে সেমিফাইনালে ম্যানইউ

    ইউরোপা লিগ অতিরিক্ত সময়ে ৫ গোল, অবিশ্বাস্য জয়ে সেমিফাইনালে ম্যানইউ

    ভিকি-রাশমিকার সুপারহিট সিনেমার চরম বিপর্যয়

    ভিকি-রাশমিকার সুপারহিট সিনেমার চরম বিপর্যয়

    বাংলাদেশের স্বাধীনতার ৫৪তম বার্ষিকীতে মালয়েশিয়ায় জমকালো অনুষ্ঠান

    বাংলাদেশের স্বাধীনতার ৫৪তম বার্ষিকীতে মালয়েশিয়ায় জমকালো অনুষ্ঠান