বিশিষ্ট অভিনেত্রী ও চলচ্চিত্র নির্মাতা কোহিনূর আক্তার সুচন্দার জন্মদিন আজ

নন্দিত অভিনেত্রী কোহিনূর আক্তার সুচন্দার আজ ৭৮তম জন্মদিন। ঘটা করে দিনটি উদযাপন না করলেও বাড়িতে থাকে ঘরোয়া আয়োজন। দুই বোন ববিতা ও চম্পাকে নিয়ে এবার বিদেশে বেড়াতে যাওয়ার কথা ছিল তার। জানালেন, কেন সেই সফর বাতিল করলেন এই অভিনেত্রী। ছাত্র আন্দোলনের মাধ্যমে পাওয়া নতুন বাংলাদেশ নিয়ে ব্যক্ত করলেন আশাবাদ।

যশোরে জন্মেছেন সুচন্দা। ‘কাগজের নৌকা’, ‘বেহুলা’, ‘জীবন থেকে নেয়া’, ‘চাওয়া পাওয়া’, ‘নয়নতারা’, ‘সুয়োরানী দুয়োরানী’, ‘যে আগুনে পুড়ি’, ‘কাঁচের স্বর্গ’, ‘অশ্রু দিয়ে লেখা’সহ অনেকগুলো সিনেমায় অভিনয় করেছেন তিনি। সেসব আজ সোনালি অতীত। আর তিনি বাঙালির হৃদয়ের রানি হয়ে আছেন আজও। মানুষের ভালোবাসা যেমন পেয়েছেন, তেমনি ভালোও বেসেছেন মানুষকে। যেমন আজ জন্মদিনে জানালেন, বিদেশে বেড়াতে না যাওয়ার কারণ দেশের মানুষ!

তিনি বলেন, ‘টিকিট বাতিল করেছি। দেশের বাইরে যেতে ভালো লাগছিল না বন্যার কারণে। দেশের মানুষ ভয়াবহ বন্যাকবলিত। ইউটিউবসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমে তাদের দুর্বিসহ জীবন দেখে খুব কষ্ট লাগছে। এই সময়ে দেশের বাইরে ঘুরতে গেলে মনটা অস্থির হয়ে যাবে। কিছুই ভালো লাগবে না। এ কারণে বাইরে যাওয়ার পরিকল্পনা স্থগিত করেছি। বেঁচে থাকলে, সবকিছু অনুকূলে এলে পরেও দেশের বাইরে ঘুরতে যাওয়া যাবে। কোথাও ঘুরতে যাওয়ার মতো মানসিকতা এখন নেই। সারাক্ষণই দেশের কথা ও দেশের মানুষের কথা ভাবছি।’

অভিনয়ের পাশপাশি চলচ্চিত্র প্রযোজনাও করেছেন সুচন্দা। জহির রায়হানের জীবদ্দশায় ‘টাকা আনা পাই’ ও ‘প্রতিশোধ’ তার প্রযোজিত সিনেমা। পরে ওই তালিকায় যোগ হয় ‘তিনকন্যা’, ‘বেহুলা লখীন্দর’, ‘বাসনা’ ও ‘প্রেমপ্রীতি’। তার পরিচালিত প্রথম সিনেমা ‘সবুজ কোট কালো চশমা’। ২০০৫ সালে স্বামী জহির রায়হানের ‘হাজার বছর ধরে’ উপন্যাসের আলোকে চলচ্চিত্র নির্মাণ করে সেরা ছবি ও পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেন তিনি। জন্মদিন উদযাপন প্রসঙ্গে এই প্রযোজক, পরিচালক ও অভিনেত্রী বলেন, ‘আমি আসলে আয়োজন করে জন্মদিন পালন করি না। তবে এখন নাতি-নাতনিদের আবদার ফেলতে পারি না। তারা আমার জন্মদিনে আনন্দ করতে চায়। এমন করে বায়না ধরে যে, ওদের সঙ্গ না দিয়ে পারি না। ওরা বিভিন্ন ধরনের খাবার তৈরি করে, সেগুলো ওদের সঙ্গে খেতে হয়। ওদের সঙ্গে একটু গল্প, একটু খেলাধুলা, হাসি-ঠাট্টা, দুষ্টুমি করে জন্মদিনে সময় কাটাই।’

দেশের কিংবদন্তিতুল্য চলচ্চিত্রকার জহির রায়হানকে বিয়ে করেছিলেন সুচন্দা। ‘চিত্রালী’ ম্যাগাজিনে ‘কাগজের নৌকা’ ছবির শুটিংয়ের ছবি দেখে তাকে পছন্দ করেন নির্মাতা রায়হান। সেই ছবিতে রাজ্জাকের বিপরীতে নায়িকা ছিলেন সুচন্দা। এক সাক্ষাৎকারে সুচন্দা বলেছিলেন, ‘শুটিংয়ের সময় জহির রায়হান সাহেবের ক্যামেরায় লুক থ্রু দেখে বুঝতাম, তিনি আমার প্রতি দুর্বল।’ পরে ‘আনোয়ারা’ ছবির শুটিংয়ে তাকে বিয়ের প্রস্তাব দেন জহির রায়হান। গোপনে বিয়েও করেন তারা। তাদের দুই সন্তান। বড় ছেলে আরাফাত রায়হান অপু ও ছোট ছেলে তপু রায়হান।

  • Related Posts

    সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার ১৬০১

    সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত এক হাজার ৮৭ আসামিসহ ১৬০১ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) রাতে পুলিশ সদরদপ্তরের (পুলিশ হেডকোয়ার্টার্স) এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ…

    Continue reading
    যুক্তরাষ্ট্রে হাজারো বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল, গ্রেফতারের শঙ্কা

    যুক্তরাষ্ট্রে সম্প্রতি একের পর এক বিদেশি শিক্ষার্থীকে গ্রেফতার করা হচ্ছে, যাদের বেশিরভাগের বিরুদ্ধে কোনো অপরাধমূলক অভিযোগ নেই। এসব শিক্ষার্থী মূলত ফিলিস্তিনপন্থি বিক্ষোভে অংশ নেওয়ার জন্যই টার্গেট হয়েছেন বলে অভিযোগ উঠেছে।…

    Continue reading

    সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার ১৬০১

    সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার ১৬০১

    যুক্তরাষ্ট্রে হাজারো বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল, গ্রেফতারের শঙ্কা

    যুক্তরাষ্ট্রে হাজারো বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল, গ্রেফতারের শঙ্কা

    ফরিদপুরে বাসের ধাক্কায় অটোভ্যানের দুই যাত্রী নিহত

    ফরিদপুরে বাসের ধাক্কায় অটোভ্যানের দুই যাত্রী নিহত

    ১১ ওভারের মধ্যে জিতেও বিদায় ওয়েস্ট ইন্ডিজের, বিশ্বকাপে বাংলাদেশ

    ১১ ওভারের মধ্যে জিতেও বিদায় ওয়েস্ট ইন্ডিজের, বিশ্বকাপে বাংলাদেশ

    ওটিটিতে মুক্তি পেল তাসনিয়া ফারিণের প্রথম সিনেমা

    ওটিটিতে মুক্তি পেল তাসনিয়া ফারিণের প্রথম সিনেমা

    স্বাধীনতা দিবস উপলক্ষে মালয়েশিয়ায় কূটনীতিকদের সংবর্ধনা

    স্বাধীনতা দিবস উপলক্ষে মালয়েশিয়ায় কূটনীতিকদের সংবর্ধনা

    নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের তাগিদ

    নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের তাগিদ

    কঙ্গোতে নৌ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪৮, নিখোঁজ শতাধিক

    কঙ্গোতে নৌ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪৮, নিখোঁজ শতাধিক

    কুমিল্লায় বাসচাপায় প্রাণ গেল পথচারীর

    কুমিল্লায় বাসচাপায় প্রাণ গেল পথচারীর

    শিরোপা লড়াইয়ে আরও পিছিয়ে রোনালদোর আল নাসর

    শিরোপা লড়াইয়ে আরও পিছিয়ে রোনালদোর আল নাসর