
বান্দরবানের রুমায় বাসচাপায় মথি ত্রিপুরা (১১) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় বাসটিতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রুমা বাজার এলাকার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
নিহত মথি ত্রিপুরা (১১) বিদ্যালয়টির চতুর্থ শ্রেণির ছাত্র ও রেমাক্রি প্রাংসা ইউনিয়নে আনন্দপাড়ার বাসিন্দা রুদিয়া ত্রিপুরার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মথি ত্রিপুরা স্কুলের সামনের সড়কের পাস দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি বাস পার্কিং করতে গিয়ে তাকে বিদ্যালয়ের দেওয়ালে চাপা দেয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর বাসের হেলপার সাইফুল ইসলামকে আটক করে সেনাবাহিনী। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।
এদিকে, স্কুলছাত্র নিহতের ঘটনায় বিক্ষুব্ধ জনতা সুগন্ধা পরিবহনের বাসটিকে পুড়িয়ে দেয়।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে উত্তেজিত জনতা একটি বাস পুড়িয়ে দিয়েছে। বাসের হেলপারকে আটক করা হয়েছে।